ঢাকা, বৃহস্পতিবার, ৪ পৌষ ১৪৩১, ১৯ ডিসেম্বর ২০২৪, ১৬ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

আগামী এপ্রিল-মে থেকে শুরু হতে পারে হকি লিগ

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০১ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২৪
আগামী এপ্রিল-মে থেকে শুরু হতে পারে হকি লিগ

বাংলাদেশ হকি ফেডারেশনের (বিএইচএফ) অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক লেফটেন্যান্ট কর্নেল মো. রিয়াজুল ইসলাম (অব.) আজ বুধবার বলেন, তারা আগামী বছরের এপ্রিল-মে মাসে ডোমেস্টিক লিগ পুনরায় শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন।

হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক রিয়াজুল আজ সাংবাদিকদের বলেন, ‘কমিটি সিদ্ধান্ত নিয়েছে আগামী বছর এপ্রিল-মে মাসে ঘরোয়া লিগ পুনরায় শুরু করা হবে।

আমরা ধাপে ধাপে ক্লাবগুলোর সঙ্গে বসে ক্যালেন্ডার নিশ্চিত করব। প্রথমে এই মাসে প্রথম বিভাগ লিগের ক্লাবগুলোর সঙ্গে বসবো, এরপর দ্বিতীয় বিভাগ লিগের ক্লাবগুলো এবং তারপর প্রিমিয়ার ডিভিশন লিগের ক্লাবগুলোর সঙ্গে আলোচনা করবো। ’

‘হকি আমাদের দেশের অন্যতম বৃহত্তম খেলা ছিল। আমাদের তা পুনরুদ্ধার করতে হবে। সবাই মনে করে সব কিছুই ফেডারেশনের ওপর নির্ভরশীল। ফেডারেশন অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কিন্তু আমাদের সবাইকে সমানভাবে অবদান রাখতে হবে। আমি ক্লাবগুলোর প্রতি অনুরোধ জানাবো, ব্যক্তিগত অহমিকা দূরে রেখে একসাথে বসতে, যাতে আমরা লিগ পুনরায় শুরু করতে পারি,’ যোগ করেন তিনি।

মূলত ২৩ ডিসেম্বর বিজয় দিবস হকি টুর্নামেন্ট দিয়ে ঘরের মাঠে খেলা শুরু হবে। এই টুর্নামেন্টের স্পনসরশিপ সম্পর্কে রিয়াজুল বলেন, ‘প্যারাগন গ্রুপ টুর্নামেন্টটি স্পনসর করবে। তারা আমাদের মাঠ নতুন করে সাজাতে সাহায্য করছে। ’ 

প্রায় সাত মাসের বেশি সময় পর মাঠে হকি গড়াতে যাচ্ছে। টুর্নামেন্ট আয়োজনের পূর্বে মাঠ পরিস্কার করতে হয়েছে হকি ফেডারেশনকে। ইতোমধ্যেই মাঠে হকির অনুশীলন শুরু হয়েছে। প্রায় ১৫ দিন সময় নিয়ে অর্ধলক্ষ্য টাকা ব্যায় করে মাঠকে খেলার উপযোগী করে তোলা হয়েছে।

বাংলাদেশ পুরুষ জুনিয়র (অনূর্ধ্ব-২১) হকি দল ২০২৪ সালের পুরুষ জুনিয়র এশিয়া কাপের মাধ্যমে ইতিহাস সৃষ্টি করেছে, কারণ তারা প্রথমবারের মতো ১৪তম হকি জুনিয়র বিশ্বকাপে স্থান পেয়েছে। জুনিয়র এশিয়া কাপের শীর্ষ ছয়টি দল জুনিয়র বিশ্বকাপে স্থান পেয়েছিল, যা আগামী বছরের ডিসেম্বরে ভারতে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ৫-৩ গোলে চীনকে পরাজিত করে পঞ্চম স্থান অর্জন করে।

‘আমরা পুরুষ অনূর্ধ্ব-২১ দলের ক্যাম্প নিয়ে আলোচনা করেছি। হকি ফেডারেশনের সভাপতি ইতোমধ্যেই দলের জন্য পাঁচ থেকে ছয় মাস দীর্ঘ ক্যাম্প আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন। আমরা অবশ্যই আধুনিক সুযোগ-সুবিধা সহ ক্যাম্পটি আয়োজন করার চেষ্টা করব। আমরা মহিলা দলের জন্যও একটি ছোট মেয়াদী ক্যাম্প আয়োজন করার পরিকল্পনা করেছি’- এমনটাই জানান বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক।

বিদেশি কোচের বিষয়ে তিনি বলেন, ‘আমরা পুরুষ দলের জন্য একজন বিদেশী প্রধান কোচ নিয়োগের চেষ্টা করব, যার বিশ্বকাপের অভিজ্ঞতা আছে। আমরা শিগগিরই বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ শুরু করবো কোচ খুঁজে বের করার জন্য। ক্যাম্পটি সম্ভবত আগামী বছরের মাঝামাঝি শুরু হবে। ’

বাংলাদেশ সময়: ১২০১ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২৪
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।