আগামী এপ্রিলে ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত হওয়ার কথা এএইচএফ কাপ মেনস হকি টুর্নামেন্ট। টুর্নামেন্টকে সামনে রেখে কোচিং প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ হকি ফেডারেশন।
আগামী ২০ ফেব্রুয়ারি হকি খেলোয়াড়দের ফিটনেস টেস্ট নেয়া হবে। এর পর ক্যাম্প শুরু হবে বলে জানিয়েছেন হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক সাবেক সেনা কর্মকর্তা রিয়াজুল হাসান। হেড কোচ মামুন উর রশিদ এর সঙ্গে সহকারী কোচ হিসেবে রয়েছেন মশিউর রহমান বিপ্লব। ট্রেইনার হিসেবে রয়েছেন আলমগীর ইসলাম। হেড কোচ নির্বাচন প্রসঙ্গে রিয়াজুল হাসান বলেন, ‘আট-দশ জন কোচ ইন্টারভিউ দিয়েছেন। আমরা তাদের কথা শুনেছি। এর মধ্যে মামুন উর রশীদকে আমাদের যোগ্য মনে হয়েছে। তাই তাকে দায়িত্ব দেয়া হয়েছে। ’
এর আগে ২০১৫ সালে জাতীয় দলের কোচের দায়িত্ব পালন করেছেন মামুন উর রশীদ। আবারও দায়িত্ব পেয়ে সর্বোচ্চটা দিয়েই চেষ্টা করবেন বলে জানিয়েছেন তিনি। মামুন বলেন, ‘আমাদের হাতে সময় কম। খুব অল্প সময়ের মধ্যেই আমাদের প্রস্তুতি নিতে হবে। তবে আমরা ভালো করার বিষয়ে আশাবাদী। চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ নিয়েই যাবো আমরা। ’
বাংলাদেশ সময়: ১৮০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০২৫
এআর/আরইউ