শ্রীলঙ্কা এবং নেপালের বিপক্ষে কাবাডি টেস্ট ম্যাচ আয়োজন করতে চেয়েছিল বাংলাদেশ কাবাডি ফেডারেশন। প্রতি দলের বিপক্ষে ৫টি করে ম্যাচ আয়োজন করার পরিকল্পনা ছিল।
২৯ জানুয়ারি শ্রীলঙ্কা কাবাডি ফেডারেশন থেকে পাঠানো এক চিঠিতে একাধিক খেলোয়াড়ের পাসপোর্ট সংক্রান্ত জটিলতার কথা উল্লেখ করা হয়েছে। এ কারণে টেস্ট ম্যাচ পিছিয়ে নেওয়ার অনুরোধ করা হয়েছে। প্রস্তাব দেওয়া হয়েছে, ২২ থেকে ৩০ এপ্রিল টেস্ট আয়োজন করলে শ্রীলঙ্কা অংশগ্রহণ করতে পারবে; কিন্তু বাংলাদেশ কাবাডি ফেডারেশন টেস্ট ম্যাচ আয়োজনের জন্য সরকারি অনুমোদন নিয়েছে, বরাদ্দ নিয়েছে ভেন্যু।
এ অবস্থায় টেস্ট ম্যাচ খেলতে নেপালকে আমন্ত্রণ জানানো হয়েছিল। রোববার এক চিঠিতে অংশগ্রহণের বিষয় নিশ্চিত করেছে নেপাল। টেস্ট খেলতে আসা নিশ্চিত করার পাশাপাশি বাংলাদেশ নারী দলকে নেপালে টেস্ট খেলার আমন্ত্রণ জানানো হয়েছে।
১৮ থেকে ২৮ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু স্টেডিয়াম কমপ্লেক্সের পল্টন ময়দানে টেস্ট ম্যাচ আয়োজিত হবে। একই ভেন্যুতে আয়োজিত হবে তারুণ্যের উৎসব কাবাডি প্রতিযোগিতার জাতীয় পর্ব। টেস্ট ম্যাচের জন্য জাতীয় দলের প্রস্তুতিও শুরু করেছে বাংলাদেশ কাবাডি ফেডারেশন। ১০ জানুয়ারি নারী এবং পুরুষ দুই দলের প্রস্তুতি শুরু হয়েছিল। দুই বিভাগে ছিল ২৭ জন করে খেলোয়াড়। পরবর্তী সময়ে সংখ্যাটা ২০-এ নামিয়ে আনা হয়।
বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২৫
এআর/আরইউ