এক হামজা চৌধুরী বদলে দিয়েছে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের ভাবনা। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এই ফুটবলার বাংলাদেশের জার্সিতে খেলার পর ফুটবল নিয়ে বাংলাদেশের মানুষের উন্মাদনা নতুন মাত্রা পেয়েছে।
জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) সচিব মোহাম্মদ আমিনুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে আজ এই নির্দেশ দেওয়া হয়েছে। এ ব্যাপারে পদক্ষেপ নিতে সকল ফেডারেশনকে অনুরোধ করেছে এনএসসি। এমনকি ফেডারেশনগুলোকে সহযোগিতা করতে ক্রীড়া মন্ত্রণালয় যথেষ্ট আগ্রহী।
দেশের গণ্ডি পেরিয়ে খেলাধুলার জগতে বাংলাদেশকে আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত করতেই প্রবাসী খেলোয়াড় নেওয়া হচ্ছে বলে এনএসসি জানিয়েছে। হামজা, সামিতের মতো বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান জিমন্যাস্ট জ্যাক আশিকুল ইসলামের নামও উল্লেখ করেছে এনএসসি। আশিকুলকে বাংলাদেশি পাসপোর্ট দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে ক্রীড়া মন্ত্রণালয়।
ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডের ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয়েছে হামজার। ইংল্যান্ড প্রবাসী এই ফুটবলারের পর জাতীয় দলের জন্য সামিতের সঙ্গে যোগাযোগ করে বাফুফে। ১১ এপ্রিল ঢাকার এক বিখ্যাত হোটেলে বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির (বিএসপিএ) পুরস্কার অনুষ্ঠানে বাফুফে সহসভাপতি ফাহাদ করিম বলেছেন, ‘সামিত বাংলাদেশের হয়ে খেলার ইচ্ছা জানিয়েছে আমাদের। এখন পাসপোর্টের প্রক্রিয়া চলছে। ’
সামিতের বাবা-মা বাংলাদেশি। বর্তমানে তিনি খেলছেন কানাডিয়ান প্রিমিয়ার লিগের ক্লাব কালাভরি এফসিতে। তা ছাড়া কানাডার হয়ে দুটি আন্তর্জাতিক ম্যাচও খেলেছেন এই মিডফিল্ডার। দুটি ম্যাচই ছিল ২০২০ সালে। এরপর আর জাতীয় দলে ডাক পাননি তিনি।
বাংলাদেশ দলে প্রবাসী ফুটবলার খেলা অবশ্য নতুন কিছু নয়। বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া ডেনমার্ক প্রবাসী। ডিফেন্ডার তারিক কাজী সুদূর ফিনল্যান্ড থেকে বাংলাদেশের জার্সিতে খেলতে এসেছেন।
বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২৫
এআর/আরইউ