বৃষ্টির কারণে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার প্রথম টেস্টের তৃতীয় দিনের খেলা শুরু হতে দেরি হচ্ছে। যদিও গত দুই দিনও আকাশ ছিল মেঘলা, তবে এতটা বৃষ্টি হয়নি।
প্রথম ইনিংসে টস জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশ থেমে যায় মাত্র ১৯১ রানে। জিম্বাবুয়ে জবাবে নিজেদের প্রথম ইনিংসে তুলেছে ২৭৩ রান, পেয়েছে ৮২ রানের লিড। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বাংলাদেশের শুরুটাও ভালো হয়নি। টেস্টের দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ তুলেছে ১ উইকেটে ৫৭ রান।
সাদমান ইসলাম ৪ রান করে ফিরে গেছেন। ক্রিজে এখন আছেন মাহমুদুল হাসান জয় (২৮ রান) এবং অধিনায়ক মুমিনুল হক (১৫ রান)।
বাংলাদেশ সময়: ১০৫৪ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২৫
এমএম