ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

খেলা

সিএভিএ অ্যাডমিনিস্ট্রেশনের সদস্য হলেন লতিফ শাহরিয়ার

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ৬:৩৬ পিএম, এপ্রিল ২৭, ২০২৫
সিএভিএ অ্যাডমিনিস্ট্রেশনের সদস্য হলেন লতিফ শাহরিয়ার সিএভিএ প্রেসিডেন্ট মোহাম্মদ লতিফ নিয়োগপত্রটি এম এ লতিফ শাহরিয়ার জাহেদীর হাতে তুলে দেন, ছবি: বাংলানিউজ

ঢাকা: বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট এম এ লতিফ শাহরিয়ার জাহেদী সেন্ট্রাল এশিয়ান ভলিবল অ্যাসোসিয়েশনের (সিএভিএ) বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেশনের সদস্য হিসেবে নিযুক্ত হয়েছেন।

সিএভিএর এক সভায় প্রেসিডেন্ট মোহাম্মদ লতিফ নিয়োগপত্রটি এম এ লতিফ শাহরিয়ার জাহেদীর হাতে তুলে দেন।

মোহাম্মদ লতিফ আশা প্রকাশ করে বলেন, এম এ লতিফ শাহরিয়ার জাহেদী তার অভিজ্ঞতা, নিষ্ঠা এবং নেতৃত্বের মাধ্যমে মধ্য এশীয় অঞ্চলে ভলিবলের উন্নয়নের জন্য কাজ করে যাবেন। তার সক্রিয় অবদানের মাধ্যমে মধ্য এশীয় অঞ্চলের সব ভলিবল ফেডারশন আরও শক্তিশালী হয়ে উঠবে।

সিএভিএর মধ্য এশিয়া এবং দক্ষিণ এশিয়ার ১৪টি জাতীয় ফেডারেশন সদস্য নিয়ে গঠিত। এটি এশিয়ায় ইনডোর ভলিবল এবং সৈকত ভলিবল ও গ্রাস ভলিবল পরিচালনা করে এবং সিএভিএ এশিয়ান মেনস নেশনস লীগ এবং সিএভিএ এশিয়ান উইমেন্স নেশনস লীগসহ জোনাল চ্যাম্পিয়নশিপ পরিচালনা করে।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২৫
এসএমএকে/জেএইচ

বাংলাদেশ সময়: ৬:৩৬ পিএম, এপ্রিল ২৭, ২০২৫ /

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।