পাকিস্তান ও ভারতের মধ্যে রাজনৈতিক উত্তেজনার কারণে সেন্ট্রাল এশিয়া ভলিবল অ্যাসোসিয়েশন (সিএভিএ) তাদের মেনজ নেশনস লিগের আয়োজক দেশ পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে।
পূর্বনির্ধারিত ইসলামাবাদের বদলে টুর্নামেন্টটি এখন উজবেকিস্তানে অনুষ্ঠিত হবে।
২৫ এপ্রিল নেপালের কাঠমান্ডুতে সিএভিএ-এর বার্ষিক সাধারণ সভায় সদস্য দেশগুলো এই সিদ্ধান্ত চূড়ান্ত করে। মূলত ভারতের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা ও নিরাপত্তা সংশ্লিষ্ট উদ্বেগ থেকেই আয়োজক দেশ বদলের সিদ্ধান্ত নেয়া হয়।
পাকিস্তান ভলিবল ফেডারেশনের সিনিয়র কর্মকর্তা চৌধুরী মোহাম্মদ ইয়াকুব বলেন, "কয়েকটি দেশ নিরাপত্তাজনিত কারণে পাকিস্তানে খেলতে আসতে চায়নি। এজন্যই স্থান পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। "
নতুন আয়োজক উজবেকিস্তানে টুর্নামেন্টটি আগের সময়সূচি অনুযায়ী ২৯ মে থেকে ৪ জুন পর্যন্ত অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবে ছয়টি দেশ — পাকিস্তান, ভারত, ইরান, তুর্কমেনিস্তান, কিরগিজস্তান এবং তাজিকিস্তান।
এমএইচএম