ঢাকা: আরো একজন গোলরক্ষককে লিগে রেজিস্ট্রেশন করানোর অনুমতি পেল ঢাকা আবাহনী। মঙ্গলবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)’র লিগ কমিটির এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
লিগে গোলরক্ষককের সমস্যায় ভুগছিলো পেশাদার লিগের হ্যাটট্রিক চ্যাম্পিয়নরা। এশিয়ান গেমসে খেলতে গিয়ে আহত হন আকাশি-নীলদের প্রধান গোলরক্ষক মাজহারুল ইসলাম হিমেল। শুক্রবার লিগে ফরাশগঞ্জের বিপক্ষে খেলতে গিয়ে আহত হন বিকল্প গোলরক্ষক জিয়াউর রহমান জিয়া। সে ম্যাচে দলের তৃতীয় গোলরক্ষক শাহেদুল আলম সোহেলকে খেলাতে বাধ্য হয় ধানমন্ডির কাবটি।
মঙ্গলবার বৈঠক শেষে লিগ কমিটির সভাপতি আব্দুস সালাম মুর্শেদী জানান, দেশের হয়ে খেলতে গিয়ে হিমেল আহত হওয়ায় আমরা আবাহনীর আবেদনের প্রেক্ষিতে তাদের আরো একজন স্থানীয় গোলরক্ষককে রেজিস্ট্রেশন করার সুযোগ দিচ্ছি। তবে হিমেল সুস্থ হয়ে দলে ফিরলেই অতিরিক্ত গোলরক্ষকের রেজিস্ট্রেশন বাতিল করা হবে।
এছাড়া লিগের যেসব দলগুলোর এখনো ‘বি’ লাইসেন্সধারী কোচ নেই তাদেরকে সতর্ক করে আবারো চিঠি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। মূলত শেখ জামাল ধানমন্ডি কাবের উদ্দেশ্যেই এই বার্তা। শিরোপা প্রত্যাশী শেখ জামাল তাদের সার্বিয়ান কোচ জোরান ক্রালিয়েভিচকে বরখাস্ত করার পর এরই মধ্যে তিনটি ম্যাচ খেলেছে কোনো কোচ ছাড়াই।
এদিকে রেফারি মিজানুর রহমানকে শারীরীকভাবে নিগৃহীত হওয়ার বিষয়ে পদক্ষেপ গ্রহণের ঢাকা ও চট্টগ্রাম মোহামেডানের ওই ম্যাচে রেফারি ও ম্যাচ কমিশনারের রিপোর্টটি শৃঙ্খলা কমিটির কাছে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে লিগ কমিটি।
গত রোববার দুই মোহামেডানের ম্যাচ পরিচালনা শেষে বাফুফে ভবনে ফেরার সময় রেফারি মিজানের ওপর হামলা চালায় ঢাকা মোহামেডানের একদল উচ্ছৃঙ্খল সমর্থক।
এছাড়া বৈঠকে এখন থেকে ম্যাচের গুরুত্ব অনুযায়ী রেফারিদের মাঠে যাতায়াতের ব্যাপারে পরিবহন সুবিধা দেওয়ার সিদ্ধান্ত এবং পাতানো খেলা বন্ধে গোয়েন্দা সহায়তা ও সন্দেহজনক ম্যাচ ভিডিও করার সিদ্ধান্ত নেওয়া হয় ।
বাংলাদেশ সময়: ২১০৭ ঘন্টা, ১১ জানুয়ারি ২০১০