ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

হাসপাতাল থেকে বাড়িতে আলী

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৯ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৫
হাসপাতাল থেকে বাড়িতে আলী মোহাম্মদ আলী

ঢাকা: বক্সিং কিংবদন্তি মোহাম্মদ আলীকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। গুরুতর মূত্রনালীর সংক্রমণে আক্রান্ত হয়ে গত মাসে হাসপাতালে ভর্তি হয়েছিলেন আলী।



তিনবারের হেভিওয়েট বক্সিং চ্যাম্পিয়ন আলীর ঘনিষ্ট বন্ধু বব গানেল জানিয়েছেন, ৭২ বছর বয়সী আলীকে হাসপাতাল থেকে বাড়িতে আনা হয়েছে। সে এখন মোটামুটি সুস্থ। আলীর সুস্থ্যতা কামনা করার জন্য তার পরিবার সকলকে ধন্যবাদ জানিয়েছে।

বব গানেল আরো জানান, ৭৩তম জন্মবার্ষিকী পালন করতে চান আলী। আর ১৭ জানুয়ারির সে অনুষ্ঠানটি তার পরিবার আর বন্ধু-বান্ধব নিয়ে নিজ বাড়িতে পালন করতে ইচ্ছুক আলী।

হাসপাতাল থেকে বাড়ি ফিরে আলী আবার আগের নিয়ম অনুযায়ী কাজকর্ম করে চলেছেন বলে পারিবারিক সূত্রে জানা যায়। গত ২০ ডিসেম্বর গুরুতর অবস্থায় আলীকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, ০৮ জানুয়ারি ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।