ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

অস্কারের অসাধারণ পারফরম্যান্সে আবারো শীর্ষে চেলসি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩০ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫
অস্কারের অসাধারণ পারফরম্যান্সে আবারো শীর্ষে চেলসি ছবি: সংগৃহীত

ঢাকা: অস্কারের অসাধারণ পারফরম্যান্সে নিউক্যাসেলকে ২-০ গোলে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে এককভাবে আবারো শীর্ষস্থান ফিরে পেল চেলসি। এর আগে এই দলটির বিপক্ষেই লিগের প্রথম হারের লজ্জা পেয়েছিল হোসে মরিনহোর শিষ্যরা।

অন্য ম্যাচে চেলসির সঙ্গে যৌথভাবে শীর্ষস্থানে থাকা ম্যানচেস্টার সিটি ড্র করলে টেবিলের এক নম্বরস্থান আবারো ফিরে পায় ব্লুজরা।

এদিকে ঘরের মাঠ স্টামফোর্ড ব্রিজে এদিনও নিউক্যাসেল হুমকি হয়ে দাঁড়িয়েছিল চেলসির সামনে। কারণ খেলার প্রখমার্ধ প্রায় গোল শুন্য ছিল দু’দল। তবে খেলার ৪৩ মিনিটে ব্রানিস্লাভ ইভানোভিচের পাস থেকে দারুণ একটি গোল করে দলকে এগিয়ে নেন অস্কার। পরে লিড নিয়েই বিরতিতে যায় স্বাগতিকরা।

বিরতি থেকে ফিরে খেলা আবারো নিজেদের নিয়ন্ত্রণে নেয় চেলসি। আর খেলার ৫৯ মিনিটে দলের ব্যবধান দ্বিগুন করেন দিয়েগো কস্তা। তবে এবারও এ গোলের পেছনে মূল ভূমিকা রাখেন অস্কার। মাঝমাঠ থেকে দু’জন সফরকারি ফুটবলারকে কাটিয়ে কস্তার কাছে বল পাঠান এ ব্রাজিলিয়ান। তবে অস্কার থেকে বল পেয়ে গোল করতে ভূল করেননি এ স্প্যানিস স্ট্রাইকার।

খেলার বাকি সময় চেলসি আরো কয়েকটি প্রচেষ্টা চালালেও আর কোন গোল হয়নি। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে দলটি।

বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, ১১ জানুয়ারি ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।