ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

দু’বছর পরেই অবসরে রোবেন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২০ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫
দু’বছর পরেই অবসরে রোবেন আরিয়েন রোবেন

ঢাকা: জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখের হয়েই ক্যারিয়ারের ইতি টানার ইচ্ছাপ্রকাশ করেছেন আরিয়েন রোবেন। তিনি জানিয়েছেন, যতদিন শরীর সায় দিবে ততদিন বায়ার্নের হয়ে খেলে যাবেন।



সদ্যই ফিফা বর্ষসেরা একাদশের স্ট্রাইকারদের মধ্যে লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো পাশে জায়গা করে নিয়েছেন রোবেন। নিজের অবসর প্রসঙ্গে রোবেন জানান, ২০১৬ সালেও অবসর নিতে পারেন অথবা দশ বছর পরেও অবসর নিতে পারেন।

রোবেন বলেন, ‘আমি ঠিক কবে অবসর নিব নিশ্চিত করে বলতে পারছি না। ধীরে ধীরে বুড়ো হয়ে যাচ্ছি। তবে, এ মুহূর্তে বেশ ভালোই উপভোগ করছি। যতদিন ফিট থাকবো ততদিন ফুটবল খেলে যাব। দু’বছর পরেও অবসর নিতে পারি আবার দশ বছর পরেও অবসর নিতে পারি। ’

ডাচ ফুটবলার আরো বলেন, ‘পেপ গার্দিওলা বায়ার্নের খেলার ট্যাকটিকসে কিছুটা পরিবর্তন এনছেন। তবে, নতুন কৌশলের সঙ্গে আমি মানিয়ে নিয়েছে। এ মৌসুমে আমি বিভিন্ন পজিশনে খেলেছি। গার্দিওলার অধীনে বায়ার্ন প্রতিনিয়তই উন্নতি করে যাচ্ছে। তিনি খেলার স্টাইলে অনেক বৈচিত্র্য এনেছেন। ’

বাংলাদেশ সময়: ১৮২০ ঘন্টা, জানুয়ারি ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।