বঙ্গবন্ধু গোল্ডকাপে বাংলাদেশের জন্য মূলত দুটি প্রধান চ্যালেঞ্জ রয়েছে। প্রথমত আয়োজন সফল করা ও দ্বিতীয়ত বাংলাদেশ জাতীয় দলের মাঠের নূন্যতম ক্রীড়া নৈপুন্য প্রদর্শন করা।
এ আসরের জন্য সাবেক কোচকেই মনে ধরেছে বাফুফে কর্তৃপক্ষের। তাই ডাচ ম্যান লোডভিক ডি ক্রুইফকে আবারও দায়িত্ব দিয়েছে বাফুফে। কিন্তু কোচ এখনও আসেননি। কবে আসবেন তা জানা নেই ! কদিন আগেই বাবা মারা গেছেন ক্রুইফের। তাতে কেবল তাঁর ঢাকা আসাই পেছায়নি, সেই সাথে তৈরি হয়েছে অনিশ্চয়তাও। তবে বাফুফে বলছে ক্রুইফ আসবেনই।
শেষ পর্যন্ত ক্রুইফ ঢাকায় পৌঁছাতে পারেন এ সপ্তাহের যেকোন দিন। তবে হল্যান্ডে বসেই নাকি এখন জাতীয় দলের অনুশীলন পরিচালনা করছেন তিনি! ফেসবুক আর ই-মেইলে স্থানীয় কোচ সাইফুল বারী টিটুকে গাইডলাইন দিচ্ছেন ক্রুইফ। জানা গেছে, বঙ্গবন্ধু কাপে বাংলাদেশের প্রতিপক্ষ দলগুলোর পুরনো ম্যাচ ভিডিও ক্রুইফের কাছে পাঠানো হয়েছে। তিনি দেশে বসে ভিডিও দেখছেন আর গাইডলাইন দিচ্ছেন বর্তমান কোচ সাইফুল বারী টিটুকে। প্রযুক্তির মাধ্যমে দূর থেকেই জাতীয় দলের অনুশীলন নিয়ন্ত্রণ করছেন ক্রুইফ।
গোল্ডকাপের আগে খুব কম পাচ্ছেন তিনি বাংলাদেশ দলটিকে দেখার জন্য, এর ফলে কি কোন প্রভাব পড়বে? এই প্রশ্ন করা হলে বাফুফের সহসভাপতি তাবিথ আউয়াল বলেন, 'না সে রকম কিছুই হবে না। কারণ তিনি নিয়মিত দলটির কোচ ও প্লেয়ারদের সাথে যোগাযোগ রাখছেন। এই দলটির অনেকই আগে থেকে চেনা ক্রুইফের, তাই কোন সমস্যা হবে না। '
বাংলাদেশ সময়: ২১৫৩ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫