ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

প্রথমার্ধ শেষে গোল শূন্য দুই দল

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫
প্রথমার্ধ শেষে গোল শূন্য দুই দল ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: চলমান ফেডারেশন কাপের 'বি' গ্রুপে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্র বনাম মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। রোববার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এ ম্যাচে লড়াই হয়েছে সমানে সমান।



কেন 'লড়াই' হবে না? গত ফেডারেশন কাপের গ্রুপ পর্বে এই মুক্তির কাছে হেরেই গ্রুপ রানার্সআপ হয়েছিল 'অল ব্লুজ' খ্যাত শেখ রাসেল। ম্যাচে গতবারেরে ফেডারেশন কাপের রানার্সআপ 'অল রেডস' খ্যাত মুক্তিযোদ্ধাও ছেড়ে কথা বলেনি। প্রথমার্ধের খেলা শেষে গোল শূন্য ভাবেই মাঠ ছাড়ে দুই দল।

ম্যাচের শুরুতেই আক্রমণে যায় মুক্তিযোদ্ধা। বল নিয়ে রাসেলের ডি বক্সে ঢুকে পড়েন মুক্তিযোদ্ধার এনামুল। কিন্তু অফ সাইডের জালে ধরা পড়ে যান তিনি।

এরপরই সুযোগ আসে রাসেলের, কিন্তু জাহিদ হাসান এমিলির  ফ্রি কিক রুখে দেয় মুক্তির আক্রমণভাগ। এরপর আরও একটি সুযোগ পায় শেখ রাসেল। এবার রাসেলের মিডফিল্ডার আতিকুর রহমান মিশুর শট মুক্তির রক্ষণভাগ থেকে ফিরে আসে।

১৮ মিনিটে মুক্তিযোদ্ধার এনামুল একটি সহজ সুযোগ মিস করেন। শেখ রাসেলে গোলবারের অতন্দ্র প্রহরী তিতুমীর চৌধুরি টিটু কর্নারের বিনিময়ে দলকে রক্ষা করেন।

খেলা দেখে মনে হচ্ছিল দুই দলই তাদের প্রতিপক্ষের সকল কিছুই নখ দর্পনে জেনেই মাঠে নেমেছে! তাই বিন্দু মাত্র ছাড় দেয়নি দুই দল। খানিক সময় খেলা বন্ধও ছিল দুই দলের খেলোয়াড়দের উত্তপ্ত বাক্য বিনিময়ের ফলে। তবে এরপর আবারো মাঠে বল গড়ায়।

প্রথমার্ধের শেষ সময়ে বিপদজনক যায়গায় ফ্রি কিক পায় মুক্তিযোদ্ধা। কিন্তু মুক্তির বিদেশী ফরোয়ার্ড কামারা সার্বার শট অল ব্লুজদের রক্ষণভাগে ফাটল ধরাতে ব্যর্থ হয়। তাই প্রথমার্ধের খেলা শেষে গোল শূন্য ভাবেই মাঠ ছাড়ে দুই দল।

বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, ২২ ফেব্রুয়ারি ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।