ঢাকা: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের হাইভোল্টেজ ম্যাচে গতবারের মতো এবারও মাঠে নেমেছিল ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটি আর স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। চ্যাম্পিয়ন্স লিগের এ ম্যাচে জয় পেয়েছে কাতালান ক্লাব বার্সা।
চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগের এ ম্যাচে বার্সা কোচ লুইস এনরিক ম্যানসিটির ঘরের মাঠে আতিথ্য নিয়ে শুরুর একাদশে মাঠে পাঠান টার স্টেগেন, দানি আলভেজ, জেরার্ড পিকে, জাভিয়ের মাসচেরানো, জরদি আলবা, ইভান রেকিটিক, বাসকুয়েটস, আন্দ্রেস ইনিয়েস্তা, লিওনেল মেসি, নেইমার এবং লুইস সুয়ারেজকে।
আর ম্যানসিটির কোচ ম্যানুয়েল পেল্লেগ্রিনি নিজেদের মাটিতে (ইতিহাদ স্টেডিয়াম) স্বাগতিক হিসেবে শুরুর একাদশে মাঠে পাঠান জো হার্ট, জাবালেতা, কোম্পানী, ডেমিচেলিচ, ক্লিচি, সামির নাসরি, ফার্নানন্দো, মিলনার, সিলভা, ইডেন জেকো এবং সার্জিও আগুয়োরোকে।
ম্যাচের ১৬ মিনিটের মাথায় প্রথম লিড নেয় বার্সা। গোলবারের বাঁপাশ থেকে মেসির ক্রস থেকে বল গিয়ে পড়ে লিভারপুলের সাবেক তারকা সুয়ারেজ আর ম্যানসিটির অধিনায়ক কোম্পানীর মাঝে। ম্যানসিটি দলপতি বল ক্লিয়ার করতে না পারলে সুয়ারেজ সে সুযোগ কাজে লাগান। জোড়ালো শটে স্বাগতিকদের জালে বল জড়িয়ে দেন সুয়ারেজ।
২৬ মিনিটের মাথায় নিজের জোড়া গোল পূর্ণ করার সুযোগ নষ্ট করেন সুয়ারেজ। ব্রাজিল অধিনায়ক নেইমারের বাড়িয়ে দেওয়া বল পেয়ে ম্যানসিটির গোলরক্ষক জো হার্টকে একা পেয়েও গোল আদায় করতে ব্যর্থ হন সুয়ারেজ। হার্টের গায়ে সরাসরি বল মারলে ব্যবধান বাড়ানোর সুযোগটি নষ্ট করেন সুয়ারেজ।
খেলার ৩০ মিনিটে আর্জেন্টাইন ফুটবল জাদুকর মেসির অসাধারণ একটি পাস থেকে বল পান জরদি আলবা। ম্যানসিটির পাঁচজন খেলোয়াড়ের মাঝ দিয়ে বল নিয়ে মেসি পাস দেন আলবাকে। আলবার ডানদিক থেকে বাড়ানো বলে আলতোভাবে পা লাগিয়ে ব্যবধান দ্বিগুন করেন প্রথম গোলদাতা সুয়ারেজ। উরুগুয়ের তারকা এ স্ট্রাইকারের দ্বিতীয় গোলের ফলে কাতালানরা ২-০ গোলের লিড নেয়।
৩৬ মিনিটের মাথায় নেইমারের বাড়ানো বলে পা লাগিয়ে গোল করার চেষ্টা করেন মেসি। তবে, এ ক্ষেত্রে ম্যানসিটির গোলরক্ষক হার্ট ঝাঁপিয়ে পড়ে দলকে তৃতীয় গোলের হাত থেকে রক্ষা করেন।
৪৪ মিনিটের মাথায় ব্রাজিলিয়ান তারকা দানি আলভেজের একটি প্রচেষ্টা ব্যর্থ হয়। প্রায় মাঝমাঠ থেকে একক প্রচেষ্টায় বল নিয়ে ম্যানসিটির গোলরক্ষকের মাথার উপর দিয়ে মারলে তা গোলবারে লেগে বাইরে বেড়িয়ে যায়। পরের মিনিটে ম্যানসিটির একটি প্রচেষ্টা রুখে দেন বার্সার গোলরক্ষক টার স্টেগেন। সামির নাসরির ক্রস থেকে বল পেয়ে আর্জেন্টাইন তারকা আগুয়েরো শট নিলে তা রুখে দেন স্টেগেন।
বিরতির আগে আর কোনো গোল না হলে ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় অতিথি হিসেবে খেলতে নামা বার্সেলোনা।
বিরতির পর ৪৬ মিনিটের মাথায় ম্যানসিটি তারকা জেকোর একটি হেড থেকে গোলবারের পাশ দিয়ে বল বেড়িয়ে যায়। ৪৮ মিনিটের মাথায় তার আরেকটি হেড নিজের নিয়ন্ত্রণে নেন বার্সা গোলরক্ষক স্টেগেন।
৬৯ মিনিটের মাথায় ম্যানসিটির কোচ পেল্লেগ্রিনির কপাল প্রসারিত করেন আর্জেন্টাইন তারকা আগুয়েরো। স্বাগতিক সমর্থকদের উল্লাসে মাতিয়ে অসাধারণ একটি গোল করেন আগুয়েরো। সিলভার কাছ থেকে বার্সার ডি-বক্সে বল পেয়ে বুলেট গতিতে গোলটি করেন আগুয়েরো। তার ডানপায়ের জোড়ালো শটটি এবারে বার্সা গোলরক্ষক স্টেগেন প্রতিহত করার কোনো সুযোগই পাননি। ফলে, ম্যাচের ফল দাঁড়ায় ২-১।
৫৯ মিনিটের মাথায় ক্রোয়েশিয়ান বার্সা তারকা রেকিটিককে এবং ৭৪ মিনিটের মাথায় ব্রাজিল তারকা আলভেজকে অবৈধভাবে বাধা দেওয়ায় দু’বার হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ম্যানসিটির ক্লিচি। ফলে ৭৪ মিনিটে স্বাগতিকরা দশ জনের দলে পরিণত হয়।
দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ের শেষ মিনিটে (৯৩ মিনিটে) এ মৌসুমের সবচেয়ে বড় লজ্জাটি পায় বার্সার প্রাণভোমরা মেসি। প্রাতিপক্ষের ডি-বক্সে বল নিয়ে ছুটে গেলে জাবালেতা তাকে অবৈধভাবে ফেলে দেয়। ফলে পেনাল্টি লাভ করে স্প্যানিশ জায়ান্টরা। পেনাল্টি শট নিতে মেসি নিজেই আসেন। তার শটটি ম্যানসিটির গোলরক্ষক জো হার্ট দারুণ এক ড্রাইভ দিয়ে রুখে দেন।
তবে, হার্টের নিয়ন্ত্রণের বাইরে চলে এলে ফিরতি বল পান মেসি। আর তা থেকে মেসি যে হেডটি করেন সেটি গোলবারের অনেক বাইরে দিয়ে মাঠের বাইরে চলে যায়। পেনাল্টি মিস করলেও নিশ্চিত ভাবেই গোলের সুযোগটি নিতে পারেননি মেসি।
পেনাল্টি শটটি নেওয়ার পরেই রেফারি ম্যাচ শেষের বাঁশি বাজান। ফলে, ২-১ গোলের লিড হাতে রেখে প্রথম লেগের ম্যাচে জয় নিয়ে এগিয়ে থাকল বার্সেলোনা।
বাংলাদেশ সময়: ০৩৫০ ঘণ্টা, ২৫ ফেব্রুয়ারি ২০১৫