ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

বার্নাব্যু ছাড়ার ভয়ে ছিলেন বেল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৫
বার্নাব্যু ছাড়ার ভয়ে ছিলেন বেল ছবি: সংগৃহীত

ঢাকা: সামার ট্রান্সফার উইন্ডোতে গ্যারেথ বেলের ক্লাব ছাড়ার গুঞ্জন নিয়ে তো নাটক কম হয়নি। অবস্থা এমন দাঁড়িয়েছিল যে, অচিরেই হয়তো বার্নাব্যু ছাড়বেন ওয়েলস তারকা।

তবে শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদেই থেকে যান ২৬ বছর বয়সী এ উইঙ্গার।

কিন্তু, আদৌ কী বেলের রিয়াল ছাড়ার ইচ্ছা ছিল? তার কথাতে কিন্তু এমন আভাস নেই। বার্নাব্যু ছাড়ার ভয়ের কথাই জানিয়েছেন বেল।

এক সাক্ষাৎকারে বেল বলেন, ‘গত মৌসুমে আমার পারফরম্যান্স ভালো ছিল না। তাই ক্লাব ছাড়ার গুঞ্জনে একটু ভীত ছিলাম। তবে নতুন মৌসুমে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করছি। মনে হচ্ছে, দলের হয়ে প্রতিনিয়তই অপরিহার্য হয়ে উঠছি। গোল করার পাশাপাশি আমি আরো বেশি অ্যাসিস্ট করতে সক্ষম। ’

কোচ রাফা বেনিতেজের প্রশংসা করতে ভোলেননি বেল। ‘এ মৌসুমে বেনিতেজকে কোচ হিসেবে পাওয়ায় আমি উচ্ছ্বসিত। আমার বিশ্বাস, তিনি আমার সেরাটা বের করে আনতে পারবেন। তার কৌশলের সঙ্গে দলের সবাই নিজেদের মানিয়ে নিচ্ছে। ’

২০১৩ সালে টটেনহাম থেকে রেকর্ড ১০০ মিলিয়ন ইউরোর বিনিময়ে বার্নাব্যুতে পাড়ি জমান বেল। প্রথম মৌসুমেই রিয়ালের হয়ে আরাধ্য লা ডেসিমা (দশম চ্যাম্পিয়নস লিগ) জয়ের স্বাদ নেন। তবে গত মৌসুমে গ্যালাকটিকোদের শিরোপা খরার সঙ্গে যেন নিজেকে হারিয়ে খোঁজেন বেল!

বাংলাদেশ সময়: ১৩১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।