ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

আরও জাদুর বাকি আছে: মেসি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৫
আরও জাদুর বাকি আছে: মেসি ছবি : সংগৃহীত

ঢাকা: অন্যরকম একটি সেঞ্চুরি করে ফেললেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের আসরে বার্সেলোনার হয়ে রোমার বিপক্ষে মাঠে নেমে এ টুর্নামেন্টে ১০০তম ম্যাচ খেলেছেন তিনি।

আর নিজের শততম ম্যাচ খেলার পর বার্সার সেরা এ তারকা তার সমর্থকদের কাছে প্রতিজ্ঞা করে জানিয়েছেন, ফুটবলের এ টুর্নামেন্টে আরও জাদু দেখানোর বাকি আছে।

গ্রুপ ‘ই’র প্রথম ম্যাচে ইতালিয়ান পরাশক্তির মুখোমুখি হয় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সা। রোমার অলিম্পিকো স্টেডিয়ামে এ ম্যাচে কোনো গোল করতে পারেননি মেসি। ১-১ গোলে ড্র হয় ম্যাচটি।

সামনে থেকে নেতৃত্ব দিয়ে গত মৌসুমে ক্লাবকে ট্রেবল শিরোপা পাইয়ে দেন মেসি। চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিততে ২৮ বছর বয়সী মেসি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

নতুন মৌসুমের প্রথম ম্যাচে মাঠে নেমে মেসি গড়েন সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে শততম ম্যাচ খেলার রেকর্ড। আর রেকর্ডের পাতায় আরেকটি নাম লিখিয়ে মেসি জানিয়েছেন, এখন অনেক ফুটবল জাদু দেখানো বাকি রয়েছে। সাফল্যের জন্য আমি এখনও ক্ষুধার্ত।

রোমার বিপক্ষে ম্যাচ শেষে মেসি নিজের ফেসবুক পেজে লেখেন, ‘বিশ্বের সেরা দলগুলোর প্রতিযোগিতায় ১০০টি ম্যাচ খেলতে পেরে আমি দারুণ খুশি। ইউরোপিয়ান ফুটবলের অনেক রাত আমার স্মৃতিতে রয়েছে এবং সামনে আরও কিছু জাদুকরী ইউরোপিয়ান রাত আসবে।

চ্যাম্পিয়নস লিগে এখন পর্যন্ত ১০০ ম্যাচে ৭৭টি গোল করেছেন মেসি। ইতালিয়ান জায়ান্ট রোমার বিপক্ষে মেসি যেমনই খেলুক না কেন, আঞ্চলিক এ প্রতিযোগিতায় ইতোমধ্যে তিনি নিজের সেরাটা প্রমাণ করেছেন।

২০০৪ সালের ডিসেম্বরে শাখতার দোনেস্কের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগে অভিষেক ম্যাচ খেলেন মেসি। এরপর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। একে একে টুর্নমেন্টটির ১২টি আসরে অংশ নেন। কাতালান ক্লাবটির হয়ে শিরোপাও জিতেছেন চারবার।

অভিষেকের প্রায় এক বছর পর আসরটিতে প্রথম গোল পান ফুটবলের এ ক্ষুদে যাদুকর। ২০০৫ সালের নভেম্বরে প্যানাথিনাকোসের বিপক্ষে বার্সার গ্রুপ ম্যাচে ৫-০ ব্যবধানে জয়ের ম্যাচে গোল করেন মেসি। সেবার চ্যাম্পিয়ন হওয়ার গৌরবও অর্জন করে স্প্যানিশ জায়ান্ট দলটি।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, ১৭ সেপ্টেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।