ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

মোরাতাকে মাদ্রিদে ফেরাবে রিয়াল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৫
মোরাতাকে মাদ্রিদে ফেরাবে রিয়াল ছবি : সংগৃহীত

ঢাকা: গত মৌসুমে ২০ মিলিয়ন ইউরোর বিনিময়ে পাঁচ বছরের চুক্তিতে রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে পাড়ি জমান আলভারো মোরাতা। জুভিদের হয়ে উজ্জ্বল পারফরম্যান্স করায় স্প্যানিশ স্ট্রাইকারকে আবারো দলে টানতে চাইছে গ্যালাকটিকোরা।

রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ নিজেই বিষয়টি নিশ্চিত করেন।

চুক্তির শর্ত অনুযায়ী ২০১৫-১৬ মৌসুম শেষে মোরাতাকে দলে ভেড়াতে পারবে রিয়াল। শুধুমাত্র ১০ মিলিয়ন অর্থ বেশি দিলেই চলবে। তবে জানা যায়, উদীয়মান এ স্ট্রাইকারকে ধরে রাখতে স্প্যানিশ জায়ান্টদের সঙ্গে সমাঝোতায় পৌঁছানোর জোর প্রচেষ্টা চালাচ্ছে ইতালিয়ান চ্যাম্পিয়নরা।

এক যুগ পর জুভেন্টাসের চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠার পেছনে মোরাতা গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তবে বার্লিনের অলিম্পিয়াস্তাদিন স্টেডিয়ামে বার্সেলোনার বিপক্ষে ৩-১ গোলে হেরে সিরি আ চ্যাম্পিয়নদের স্বপ্নভঙ্গ হয়। একমাত্র গোলটি করেন মোরাতা।

জুভিদের হয়ে এখন পর্যন্ত ৪৫ ম্যাচে ১৫টি গোল করেন মোরাতা। এর আগে রিয়ালের হয়ে চার মৌসুমে মোট ৫২ ম্যাচে মাঠে নেমেছিলেন এ স্ট্রাইকার। গোল করেন মাত্র ১১টি। এ কারণেই তার ওপর আর ভরসা রাখতে পারেনি গ্যালাকটিকোরা। তবে দিন শেষে এখন তাকেই আবার দলে টানতে উঠেপড়ে লাগল রিয়াল!

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।