খুলনা: মুস্তাফিজুর রহমান বন্দনায় মেতেছে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়াম। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) এ মাঠে খুলনা বিভাগের হয়ে ঢাকা বিভাগের বিপক্ষে খেলছেন মুস্তাফিজুর।
বাংলাদেশের ক্রিকেটে এখন দারুণ উজ্জল নাম মুস্তাফিজুর। ভারতের মতো পরাশক্তিকে দলকে প্রায় একাই ধসিয়ে দিয়ে তিনি বনে গেছেন বিশ্বতারকাও। এ তরুণ তুর্কির বাড়ি খুলনা বিভাগের সাতক্ষীরায় হওয়ার তার প্রতি স্বাগতিক সমর্থকদের হৃদয়ের টানও বেশি। শুক্রবার খুলনার মাঠে মুস্তাফিজুরকে পেয়ে তারা যেন আকাশের চাঁদ হতে পেয়েছেন।
দর্শক গ্যালারিতে বাংলানিউজের কথা হয় খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাজমুল ইসলামের সঙ্গে। তিনি বলেন, ‘মুস্তাফিজুরের খেলা সামনে বসে দেখছি ভাবতেই আনন্দ লাগছে। খুলনা বিভাগের এ ছেলে যতই তারকা হোন না কেন, তিনি তো আমাদেরই মুস্তাফিজুর। ’
একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নীপা আক্তার বলেন, ‘প্রথমে পাকিস্তান, এরপর ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজের প্রতিভার জানান দিয়েছেন সাতক্ষীরার ছেলে মুস্তাফিজুর। এ কারণে কেবল খুলনা বিভাগই নয়, পুরো বাংলাদেশেরই নয়নমনি তিনি। ’
নীপা আশা করেন, মুস্তাফিজুরসহ সবাই ভালো খেললে খুলনা বিভাগ জিতে যাবে।
রায়হান নামে আরেক এক দর্শক বলেন, লাকি ভেন্যু শেখ আবু নাসের স্টেডিয়ামে আজ খেলছেন খুলনার গর্ব মুস্তাফিজুর। তার খেলাই দেখতে এসেছি। ’
প্রচণ্ড রোদে পুড়ে দর্শকরা খেলা দেখলেও তাদের যেন কোনো ক্লান্তি নেই। উৎসাহ জুগিয়ে যাচ্ছেন মুস্তাফিজুরের খুলনা বিভাগকে।
শেষ খবর পাওয়া পর্যন্ত (দুপুর ২টা ১৫ মিনিটে টি-ব্রেকের আগে) ঢাকা বিভাগের সংগ্রহ ৫৩ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩২ রান। এর মধ্যে মুস্তাফিজুর নেন দুই উইকেট। আর সাকিব , রাজ্জাক ও রাকিবুল ইসলাম রবি নেন একটি করে উইকেট নেন।
ওয়ালটন’র পৃষ্ঠপোষকতায় ১৭তম জাতীয় লিগের প্রথম স্তরের চ্যাম্পিয়ন দলের প্রাইজমানি ২০ লাখ টাকা।
বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৫
এমআরএম/এইচএ/