ঢাকা: দীর্ঘ সময় ধরে রোমার সর্বকালের সর্বোচ্চ গোলদাতা ফ্রান্সেসকো টট্টি। ইতালিয়ান কিংবদন্তির ধারে কাছেও কেউ নেই।
‘সিরি আ’ তে রোববারের (২০ সেপ্টেম্বর) ম্যাচে সাসুলার বিপক্ষে মাঠে নামার আগে মাইলফলক ছোঁয়া থেকে এক গোল দূরে ছিলেন টট্টি। প্রথমার্ধের ৩৬ মিনিটে তার অপেক্ষার অবসান ঘটে। অবশ্য, তার ব্যক্তিগত রেকর্ড গড়ার দিনে জয় পায়নি রোমা। ২-২ গোলে ম্যাচটি ড্র হয়।
আগামী ২৭ সেপ্টেম্বর ৩৮ পেরিয়ে ৩৯-এ পা রাখবেন টট্টি। ইতালির হয়ে ২০০৬ বিশ্বকাপ জিতে তিনি আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানেন। ক্লাব ক্যারিয়ারের পুরোটাই কাটিয়ে দিচ্ছেন রোমার হয়ে। ১৯৯২ সালে মাত্র ১৬ বছর বয়সে তার মূল দলে অভিষেক ঘটে। এর আগে ইতালিয়ান জায়ান্টদের বয়সভিত্তিক দলে তিন মৌসুম কাটান।
এখন পর্যন্ত রোমার হয়ে সব মিলিয়ে ৭৪৫ ম্যাচ খেলেছেন টট্টি। ৩০০টি গোলের পাশাপাশি ১৮৭টি অ্যাসিস্ট করেন। তিনবারের চ্যাম্পিয়নদের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ১৩৬ গোল করেন সাবেক ইতালিয়ান স্ট্রাইকার রবার্তো প্রুজ্জো। অন্যদিকে, ৫৯০টি লিগ ম্যাচে টট্টির গোলসংখ্যা ২৪৪।
বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৫
আরএম