ঢাকা: লিওনেল মেসিকে কী বলে প্রশংসা করবেন তার ভাষাই হারিয়ে ফেলেছেন লুইস এনরিক। আর্জেন্টাইন তারকাকে এখনো মানুষ ভাবতে নারাজ বার্সেলোনা কোচ।
ন্যু ক্যাম্পে মেসির জোড়া গোলের সুবাদে লেভান্তের বিপক্ষে ৪-১ গোলের দাপুটে জয় পায় বার্সা। বাকি দু’টি গোল করেন মার্ক বারত্রা ও নেইমার। দু’টি পেনাল্টি পায় কাতালানরা। তবে ৭৫ মিনিটে দ্বিতীয় স্পট কিকটি মিস করে বসেন মেসি। অবশ্য, ম্যাচের শেষদিকে তা পুষিয়ে নেন চারবারের ব্যালন ডি’অর জয়ী।
পেনাল্টি মিস করলেও তা বড় করে দেখছেন না এনরিক। বরং মেসির ভূয়সী প্রশংসা করেন এ স্প্যানিশ কোচ। ম্যাচ পরবর্তী প্রেস কনফারেন্সে তিনি বলেন, ‘সবচেয়ে বড় কথা হচ্ছে, একটি পেনাল্টি মিস করা স্বত্ত্বেও মেসি জোড়া গোল করেছে। আমি তাকে আদৌ মানুষ হিসেবে ভাবছি না। তাকে দেখে মনে হয় যেন অন্য গ্রহের কারো খেলা উপভোগ করছি। ’
অন্যদিকে, গোলরক্ষক মার্ক আন্দ্রে স্টেগেনের সমালোচনার জবাব দেন এনরিক। ‘স্টেগেনের ওপর আমি এখনো আস্থা হারায়নি। তার পরিবর্তে অন্য কাউকে খেলানোর সম্ভাবনা দেখছি না। ক্লদিও ব্রাভো পুরোপুরি ফিট না হওয়া পর্যন্ত তাকেই মূল একাদশে রাখা হবে। ’
উল্লেখ্য, স্টেগেনের ভুলের কারণেই রোমার বিপক্ষে এগিয়ে থেকেও ১-১ গোলে ড্র করে বার্সা। লেভান্তের বিপক্ষেও তার কৌশলগত সমস্যার জন্য এক গোল হজম করে কাতালানরা।
লেভান্তের বিপক্ষে আন্দ্রেস ইনিয়েস্তা ও লুইস সুয়ারেজ দু’জনকেই বিশ্রামে রাখেন এনরিক। মাঠে নামেন দুই তরুণ স্ট্রাইকার মুনির এল হাদ্দাদি ও সান্দ্রো রামিরেজ। এ প্রসঙ্গে বার্সা কোচের ভাষ্য, ‘মুনির ও সান্দ্রোর পারফরম্যান্সে আমি খুশি। সামনে তাদের লম্বা সময় পড়ে আছে। দু’জনকেই আমাদের প্রয়োজন। আশা করছি, ভবিষ্যতে দলের জন্য তারা গুরুত্বপূর্ণ অবদান রাখবে। ’
বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৫
আরএম