ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

ফুটবল মাঠে একি কাণ্ড!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৫
ফুটবল মাঠে একি কাণ্ড! ছবি : সংগৃহীত

ঢাকা: ফুটবল মাঠে প্রায়ই অঘটন ঘটে থাকে। কখনো ফুটবলারদের বাক-বিতণ্ডা বা হাতাহাতি আবার কখনো সমর্থকদের দুয়োধ্বনি।

এমন ঘটনায় সাম্প্রতিক সময়ে ইউরোপিয়ান ফুটবলে সমর্থকদের কারণে বেশ কয়েকটি ম্যাচে পণ্ড হতে দেখা গেছে।

সর্বশেষ ফ্রেঞ্চ লিগে অলিম্পিক মার্শেই ও লিঁওর ম্যাচে সমর্থকদের কারণে ২৩ মিনিট খেলা স্থগিত করতে হয়। লিগ ওয়ানের এ খেলায় মার্শেইর দর্শকরা বিয়ারের বোতল ছুঁড়ে, গ্যালারিতে আতশবাজি জ্বালিয়ে রেফারিকে খেলা স্থগিত করতে বাধ্য করেন।

মজার বিষয় হচ্ছে এদিন মার্শেই সমর্থকদের এমন ভয়ঙ্কর হওয়ার বড় কারণ বিপক্ষ দল লিঁওর মিডফিল্ডার ম্যাথিউ ভালবুয়েনা।

ফ্রান্স জাতীয় দলের ফুটবলার ম্যাথিউ ২০১৫ মৌসুমে রাশিয়ান ক্লাব ডায়নামো মস্কো থেকে লিঁওতে যোগ দেন। তবে ২০০৬ থেকে ২০১৪ পর্যন্ত তিনি মার্শেইর হয়ে ৩৩০টি ম্যাচ খেলেছিলেন। তাই দলের কিংবদন্তি তকমা লাগানো এই তারকা যখন বিপক্ষ দলের হয়ে সাবেক ক্লাবের মাঠে খেলতে আসেন তখনই ঘটে বিপত্তি।

মার্শেই সমর্থকরা মাঠ নষ্ট করার পাশাপাশি ম্যাথিউর কুশপুত্তলিকা ঝুলিয়ে রাখেন। আর এ মিডফিল্ডারকে বিভিন্ন ভাষায় তিরস্কারও করতে থাকেন।

ম্যাচটি অবশ্য ২৩ মিনিট স্থগিত থাকলেও শেষ পর্যন্ত আবারো খেলা মাঠে গড়ায়। আর রেফারি শেষ বাঁশি বাজালে দু’দল ১-১ গোলের ব্যবধান নিয়ে মাঠ ছাড়ে।

বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।