ঢাকা: ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসি বনাম আর্সেনালের ম্যাচে দু’দলের ফুটবলারদের মাঝে তুমুল হাতাহাতির ঘটনা লক্ষ্য করা যায়। বিশেষ করে চেলসি স্ট্রাইকার দিয়েগো কস্তা ও আর্সেনাল ডিফেন্ডার গ্যাব্রিয়েল এক রকম সংঘর্ষে জড়িয়ে পড়েন।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতের সেই ম্যাচে এক পর্যয়ে রেফারি দু’জন ফুটবলারকেই হলুদ কার্ড দেখাতে বাধ্য হন।
তবে এতে ক্ষ্যান্ত না হয়ে কস্তা ও গ্যাব্রিয়েল আবারো বিবাদে জড়ালে রেফারি আর্সেনাল ফুটবলারকে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেন। কিন্তু টিভি ফুটেজে দেখা যায় এই ঘটনায় কস্তাই বেশি বিতর্কিত ছিলেন। যেখানে তিনি পেশীশক্তি ব্যবহার করেন।
এ ঘটনার পর ক্ষোভ জানিয়েছেন আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গার। আর সোমবার (২১ সেপ্টেম্বর) ইংলিশ ফুটবল সংস্থা এফএ সেই ঘটনার ব্যাপারে স্প্যানিশ তারকা কস্তার বিরুদ্ধে আনা অভিযোগ আমলে নিচ্ছে।
এদিকে কস্তার এমন বিতর্কিত আচরণ এবারই প্রথম নয়। ২০১২ সালে অ্যাতলেটিকো মাদ্রিদে থাকাকালীন ডার্বি ম্যাচে রিয়াল মাদ্রিদের সার্জিও রামোস ও পেপের সঙ্গে বিবাদে জড়ান। পরের বছর সেই গ্যাব্রিয়েলের সঙ্গেই হাতাহাতি। গ্যাব্রিয়েল সে সময় স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়ালে খেলতেন।
২০১৪ সালে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে অ্যাতলেটিকোর হয়ে বর্তমান দল চেলসির অধিনায়ক জন টেরির সঙ্গে ধাক্কাধাক্কিতে লিপ্ত হন কস্তা। একই বছর প্রিমিয়ার লিগে স্ট্যামফোর্ড ব্রিজে যোগ দেওয়ার পর এভারটনের ফুটবলার সিয়েমাস কোলম্যানের সঙ্গে বিবাদে জড়ান।
২০১৪ সালে ম্যানচেস্টার সিটির বিপক্ষে চেলসির ম্যাচে পাবলো জাবালেতাকে দু’হাত দিয়ে গলা চেপে ধরেন কস্তা। এছাড়া নিজের ফুটবল ক্যারিয়ারে আরো বেশ কয়েকবার বিতর্কিত আচরণ করে দুর্নাম কুড়িয়েছেন ব্রাজিলে জন্ম নেওয়া এই ফুটবলার।
বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৫
এমএমএস