ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

তোরেসের কাছে আরো চান সিমিওন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৫
তোরেসের কাছে আরো চান সিমিওন ছবি: সংগৃহীত

ঢাকা: দ্বিতীয়বারের মত অ্যাতলেটিকো মাদ্রিদে এসে দারুণ মানিয়ে নিয়েছেন ফার্নান্দো তোরেস। সেই সঙ্গে দলের আক্রমণভাগ আরো শক্তিশালী হয়েছে এই স্প্যানিশ স্ট্রাইকারের কল্যাণে।

তাই তোরেসের প্রতি ব্যাপক সন্তুষ্ট দলের কোচ দিয়েগো সিমিওন।

অ্যাতলেটিকোতে বর্তমানে আক্রমণভাগে তোরেসের সঙ্গে রয়েছেন অভিজ্ঞ অ্যান্তোনিও গ্রিজম্যান। এছাড়া এ মৌসুমে নতুন যোগ দেওয়া লুসিয়ানো ভিয়েত্তো ও জ্যাকসন মার্টিনেজকে নিয়ে ইউরোপিয়ান সেরা দলগুলোর মধ্যে একটি হয়েছে এই স্প্যানিশ জায়ান্ট ক্লাবটি।

ভিয়োত্তো ও মার্টিনেজ গত সপ্তাহে গ্যালাতাসেরয়ের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের প্রথম ম্যাচে শুরুর একাদশে মাঠে ছিলেন। তবে জয় পাওয়া সেই ম্যাচে গোল করতে ব্যর্থ হন তারা। কিন্তু দারুণ খেলে জয় ছিনিয়ে আনেন তোরেস ও মার্টিনেজ।

এ প্রসঙ্গে সিমিওন বলেন, ‘তোরেস বর্তমানে সেরা ফর্মে রয়েছে। গত প্রাক মৌসুমে সে দলের হয়ে ভালো প্রস্তুতি নিয়েছিল। ’

তিনি আরো বলেন, ‘সে নিজের পারফর্মে আরো বেশি আশা করে। আর আমরাও তার থেকে আরো প্রত্যাশা করি। গত মৌসুমে আমরা তার থেকে যেমন চেয়েছিলাম সে তেমনটাই দিয়েছিল। ’

২০০১ সালে অ্যাতলেটিকোর হয়ে ফুটবল ক্যারিয়ার শুরু করা তোরেস ২০০৭ সাল পর্যন্ত ২৪৪টি ম্যাচ খেলেছিলেন। যেখানে তার গোলসংখ্যা ছিল ৯১টি। পরে ইংলিশ ক্লাব লিভারপুল ও চেলসির হয়ে ২০০৭ থেকে ২০১৫ পর্যন্ত ৩০০টির ওপরে ম্যাচ খেলেছেন স্পেন জাতীয় দলের এই তারকা। এরপর এসি মিলানে যোগ দেওয়া তোরেস ধারে অ্যাতলেটিকোতে এসেছেন।

বাংলাদেশ সময়: ১০০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।