ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

ক্ষমা চাইতে হাসপাতালে তেভেজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২২ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৫
ক্ষমা চাইতে হাসপাতালে তেভেজ ছবি : সংগৃহীত

ঢাকা: আর্জেন্টিনার ঘরোয়া লিগের ম্যাচে কার্লোস তেভেজের মারাত্মক ট্যাকলের শিকার হন এজেকুয়েল হাম। তরুণ এ আর্জেন্টাইন মিডফিল্ডারের পা-ই ভেঙে যায়।

হাসপাতালে থাকা এজেকুয়েলকে দেখে এসেছেন আর্জেন্টাইন তারকা তেভেজ। এ সময় তিনি ক্ষমাও চেয়েছেন স্বদেশী এজেকুয়েলের কাছে।
সে ম্যাচে জোড়া গোল করে বোকা জুনিয়র্সকে জেতান আর্জেন্টিনার ফরোয়ার্ড তেভেজ। আর্জেন্টিনা জুনিয়র্সের বিপক্ষে ম্যাচটি ৩-১ গোলে জেতে তেভেজের দল। তার করা ট্যাকলটি বাজে হলেও রেফারি কার্ড দেখাননি।

অনাকাঙ্ক্ষিত ঘটনাটির জন্য আগেই ভীষণভাবে মণঃক্ষুন্ন হন তেভেজ। ম্যাচ শেষে যখন জানতে পারেন এজেকুয়েলের পা ভেঙে গেছে তখন তিনি বলেছিলেন, আমি হামকে ইচ্ছাকৃতভাবে আঘাত করিনি। সঠিক জায়গায় পাস না পেয়ে অনেকটা রাগান্বিত হয়েই বল রিসিভ করার চেষ্টার করি। ওই সময় মুখোমুখি অবস্থায় সম্পূর্ণ অনিচ্ছাকৃতভাবে ট্যাকল হয়। তার পায়ে টাচ লাগার পরই বুঝতে পারি যে আমি ভুল করেছি।

তিনি আরও যোগ করেন, আমার সঙ্গে এই প্রথম এ ধরনের ঘটনা ঘটলো। অতি সত্ত্বর হামের সঙ্গে দেখা করে তার কাছে দুঃখ প্রকাশ করব। আর এটাই আমার করা উচিৎ।

হাসপাতালে ৪৮ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণের পর তেভেজ এজেকুয়েলের সঙ্গে দেখা করতে যান। সেখানে দু’জন একসঙ্গে ছবিও তোলেন। তেভেজ ক্ষমা চাওয়ার সময় এজেকুয়েল বেশ লজ্জিত মুখে তাকিয়ে ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, ২২ সেপ্টেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।