ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

তিন ম্যাচ নিষিদ্ধ কস্তা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৫
তিন ম্যাচ নিষিদ্ধ কস্তা ছবি: সংগৃহীত

ঢাকা: বড় ধরনের শাস্তিই যে পেতে যাচ্ছেন তা এক প্রকার অনুমিতই ছিল। অবশেষে চেলসির স্প্যানিশ স্ট্রাইকার দিয়েগো কস্তার ওপর তিন ম্যাচের নিষেধাজ্ঞা আরোপ করেছে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।



মাঠে সহিংস আচরণের দায়ে কস্তাকে শাস্তির আওতায় আনা হয়েছে। গত শনিবারের (১৯ সেপ্টেম্বর) ম্যাচে আর্সেনালের বিপক্ষে ২-০ গোলের জয় পায় চেলসি। এ ম্যাচেই প্রতিপক্ষের খেলোয়াড়ের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন কস্তা। গানারদের ডিফেন্ডার লরেন্ত কোসাইনলির মুখে হাত দিয়ে আঘাত করে বসেন স্প্যানিশ তারকা। ঘটনাটি রেফারির দৃষ্টি এড়িয়ে গেলে ভিডিওতে তা ধরা পড়ে।

প্রতিবাদ জানাতে কস্তার সঙ্গে দ্বন্দ্বে জড়ান গ্যাব্রিয়েল পাউলিস্তা। স্প্যানিশ স্ট্রাইকারকে পা দিয়ে গুঁতো মারায় প্রথমার্ধের শেষ মিনিটে লাল দেখে মাঠ ছাড়েন ২৪ বছর বয়সী এ ব্রাজিলিয়ান ডিফেন্ডার। অন্যদিকে, হলুদ কার্ড দেখেই পার পেয়ে যান কস্তা। পরবর্তীতে আর্সেনালের আপিলে পাউলিস্তার ওপর লাল কার্ডের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয় এএফএ।

নিষেধাজ্ঞার কারণে ক্যাপিটাল ওয়ান কাপে ওয়ালস্যাল এবং লিগ ম্যাচে নিউক্যাসল ইউনাইটেড ও সাউদাম্পটনের বিপক্ষে দর্শক ভূমিকায় থাকবেন কস্তা। ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে যথাক্রমে ২৪, ২৬ সেপ্টেম্বর ও ০৩ অক্টোবর।

বাংলাদেশ সময়: ১২৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।