ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

শীর্ষ ধনীর তালিকায় রোনালদোর এজেন্ট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৫
শীর্ষ ধনীর তালিকায় রোনালদোর এজেন্ট ছবি : সংগৃহীত

ঢাকা: রিয়াল মাদ্রিদ ও পর্তুগালের সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর এজেন্ট জর্জ মেন্ডেস বিশ্বের শীর্ষ ধনী এজেন্টদের তালিকায় দুই নম্বরে অবস্থান করছেন।

অর্থনীতি আর ব্যবসা-বাণিজ্য বিষয়ক জনপ্রিয় ম্যাগাজিন ফোবর্স বিশ্বের শীর্ষ ধনী স্পোর্টস এজেন্টদের তালিকা প্রকাশ করেছে।

আর তাতে ‘সিআর সেভেন’ খ্যাত রোনালদোর এজেন্ট দ্বিতীয় হয়েছেন।

সম্প্রতি মেন্ডেসের বিয়েতে রিয়ালের পর্তুগিজ তারকা রোনালদো একটি দ্বীপ উপহার দিয়েছিলেন।

শুধু রোনালদোই নন, ৪৯ বছর বয়সী মেন্ডেস ম্যানচেস্টার ইউনাইটেডের কলম্বিয়ান তারকা রাদামেল ফ্যালকাও, রিয়াল মাদ্রিদের জেমস রদ্রিগেজ, প্যারিস সেইন্ট জার্মেইনের আর্জেন্টাইন সুপারস্টার অ্যাঞ্জেল ডি মারিয়া আর ডেভিড ডি গিয়ার সুপার এজেন্ট হিসেবে কর্মরত।

ফোবর্সের ধনীতম এজেন্টদের তালিকায় এক নম্বরে রয়েছেন বেসবলের এজেন্ট স্কট বোরাস। তৃতীয় স্থান পেয়েছেন এনএফএলের এজেন্ট টম কনডন। আর চতুর্থ শীর্ষ ধনী এজেন্ট হয়েছেন রিয়ালের ওয়েলস তারকা গ্যারেথ বেলের এজেন্ট জোনাথন বার্নাট। তিনি লুক শ আর জো হার্টের মতো ফুটবল তারকাদের এজেন্ট হিসেবে কাজ করেন। পঞ্চম স্থানে জায়গা পেয়েছেন জার্মান এজেন্ট ভলকার স্ট্রুথ, যিনি মারিও গোতজে, টনি ক্রুস আর মার্কো রিউসের মতো তারকাদের জন্য কাজ করেন।

ফোবর্সের সূত্র হতে জানা যায়, বিভিন্ন ক্লাবের সঙ্গে মেন্ডেস মোট ৬২৭.৭ মিলিয়ন পাউন্ডের চুক্তি করিয়েছেন। চেলসিতে ফ্যালকাও, ম্যানচেস্টার সিটিতে নিকোলাস অতামেন্ডির চুক্তি, পিএসজিতে ডি মারিয়ার নাম লেখানো, ম্যানইউতে ডি গিয়ার চুক্তি ইত্যাদি নিয়ে কাজ করেছেন মেন্ডেস। এছাড়া চেলসির বর্তমান কোচ হোসে মরিনহোকে নিয়েও তিনি কাজ করেন।

বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, ২৫ সেপ্টেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।