ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

রিয়ালের ‘স্পেশাল নাইন’ বেনজেমা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৫
রিয়ালের ‘স্পেশাল নাইন’ বেনজেমা ছবি : সংগৃহীত

ঢাকা: গত মৌসুমে অনন্য একটি মাইলফলক স্পর্শ করেন রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলার করিম বেনজেমা। স্প্যানিশ জায়ান্টদের জার্সিতে লা লিগার প্রথম শ্রেণির সবগুলো দলের বিপক্ষেই গোল করার অসামান্য কীর্তি গড়েন তিনি।

নতুন মৌসুমেও তার প্রতি আস্থা রেখেছেন দলের নতুন কোচ রাফায়েল বেনিতেজ।

বেনজেমার আগে লা লিগায় সবগুলো দলের বিপক্ষে গোল করার রেকর্ড গড়েছিলেন বার্সেলোনার লিওনেল মেসি ও রিয়াল মাদ্রিদের ক্রিস্টিয়ানো রোনালদো।

লা গ্যালাকটিকোদের হয়ে ৯ নম্বর জার্সি নিয়ে খেলা ফরাসি তারকা বেনজেমার প্রসঙ্গে বেনিতেজ বলেন, সে আমাদের দলের ‘স্পেশাল নাইন’। আমি তার কাছে এ মৌসুমে ২০-২৫টি গোল আশা করছি।

প্রাক-মৌসুমে গোল খরায় আক্রান্ত অপবাদ নিয়ে শুরু করে রিয়াল মাদ্রিদ। তবে, মৌসুমের শুরুতে সে অপবাদ বাতাসে উড়িয়ে দিতে সময় নেয়নি বেনিতেজ শিষ্যরা। ইতোমধ্যে বেনজেমা ৫ ম্যাচ খেলে গোল করেছেন ৬টি। বেনিতেজ ফরাসি স্ট্রাইকার প্রসঙ্গে বলেন, বেনজেমা গ্রেট ফুটবলার। রোনালদোর সঙ্গে তার জুটিটি বিশ্বসেরা। প্রতিপক্ষের ডি-বক্সে তারা বল নিয়ে প্রবেশ করলে সেটি হয়ে দাঁড়ায় ভয়ঙ্কর।

সর্বশেষ লা লিগার ম্যাচে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে জোড়া গোল করেন বেনজেমা। তার জোড়া গোলে স্প্যানিশ লা লিগায় নিজেদের পঞ্চম ম্যাচে জয় তুলে নেয় রিয়াল। খেলার ১৯তম মিনিটে প্রথম গোলটি করেন ফরাসি তারকা। বিরতির পর ম্যাচের ৬৭ মিনিটে সমতায় ফেরে বিলবাও। তবে, ফের লিড নিতে বেশি সময় লাগেনি রিয়ালের। ম্যাচের ৭০ মিনিটে ইসকোর সহায়তায় জয়সূচক গোল করেন বেনজেমা। ২-১ গোলের ব্যবধানেই জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল।

রিয়ালের হয়ে ২৮৬ ম্যাচে ১৩৯ গোল করা বেনজেমা গত মৌসুমে ৪৬ ম্যাচ খেলে গোল করেছেন ২২টি। প্রিয় শিষ্যকে নিয়ে মন্তব্য করতে গিয়ে বেনিতেজ যোগ করেন, আমি বেনজেমাকে বলেছি এ মৌসুমে তার থেকে কি আশা করি। তাকে টার্গেট দিয়েছি অন্তত ২০-২৫ টি গোল করতে হবে। আর আমার মনে হচ্ছে সে সঠিক পথেই এগুচ্ছে।

ফ্রান্সের জার্সি গায়ে বেনজেমা খেলেছেন ৭৭টি ম্যাচ। বিভিন্ন ক্লাবের হয়ে খেলেছেন আরও ৪৫৪টি ম্যাচ। দেশের হয়ে গোল করেছেন ২৫টি। আর লিয়ন এবং রিয়ালের হয়ে খেলে গোল করেছেন ২২০টি।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, ২৫ সেপ্টেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।