ঢাকা: লন্ডনের হোয়াইট হার্ট লেনে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে হোঁচট খেয়েছে টেবিলের শীর্ষস্থানে থাকা ম্যানচেস্টার সিটি। টটেনহামের বিপক্ষে লিগের সপ্তম ম্যাচে ৪-১ গোলের পরাজয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানসিটি।
টটেনহামের বিপক্ষে এ ম্যাচে ম্যানসিটির হয়ে মাঠে নামেন অতামেন্ডি, দেমিসিলিচ, কোলারভ, ফার্নান্দিনহো, ফার্নান্দো, ডি ব্রুইন, ইয়াইয়া তোরে, স্টারলিং, আগুয়েরো। এছাড়া বদলি হিসেবে মাঠে নামেন সামির নাসরি।
ম্যাচের ২৫ মিনিটে ডি ব্রুইনের গোলে লিড নেয় ম্যানসিটি। ইয়াইয়া তোরের অ্যাসিস্ট থেকে দলকে এগিয়ে নেন তিনি। তবে, ৪৫ মিনিটের মাথায় টটেনহামের হয়ে সমতায় ফেরানো গোল করেন এরিক দিয়ের। প্রথমার্ধে ১-১ গোলের সমতা নিয়ে বিরতিতে যায় দুই দল।
বিরতি থেকে ফিরে আরও তিনটি গোল হজম করতে হয় ম্যানুয়েল পেল্লেগ্রিনির শিষ্যদের। নতুন মৌসুমে উড়তে থাকা সিটিজেনদের জালে একে একে গোল করেন টটেনহামের টবি আলদার, হ্যারিকেন এবং এরিক লামেলা।
ম্যাচের ৫০ মিনিটে লামেলার সহায়তায় গোল করেন টবি। ৬১ মিনিটে ব্যবধানকে ৩-১ করতে গোল করেন হ্যারিকেন। আর ৭৯ মিনিটে সিটিজেনদের জালে শেষবার বল জড়িয়ে ব্যবধানকে ৪-১ করেন লামেলা।
সাত ম্যাচ খেলা ম্যানসিটির এটি দ্বিতীয় পরাজয়। ৫টি জয় নিয়ে সিটিজেনদের সংগ্রহ ১৫ পয়েন্ট।
বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, ২৬ সেপ্টেম্বর ২০১৫
এমআর