ঢাকা: দুই মাসের জন্য মাঠের বাইরে ছিটকে পড়লেন আর্জেন্টাইন তারকা স্ট্রাইকার লিওনেল মেসি। স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার হয়ে লা লিগার ম্যাচে পালমাসের বিপক্ষে খেলার সময় চোট পান মেসি।
ম্যাচের তৃতীয় মিনিটে পালমাসের গোলরক্ষক জাভি ভারাসের সঙ্গে পায়ে পায়ে সংঘর্ষ লাগলেও বেশ কিছুক্ষণ মাঠে ছিলেন মেসি। তবে, ম্যাচের দশম মিনিটে মাঠ ত্যাগ করেন ইউরোপ সেরা ফুটবলার।
মেসির বদলি হিসেবে দশম মিনিটে মাঠে নামেন মুনির আল হাদ্দাদি।
মাঠের বাইরে যাবার পর মেসিকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার টেস্ট করানোর পর বার্সার ক্লাব টুইটার থেকে জানানো হয়, ‘মেসির বাম হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে গেছে। এ কারণে তাকে ৭-৮ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে।
চোটের কারণে নভেম্বরের ২২ তারিখে অনুষ্ঠিত হতে যাওয়া রিয়াল মাদ্রিদের বিপক্ষে এল ক্লাসিকোতে থাকতে পারছেন না মেসি। আর্জেন্টিনার হয়েও ৮ অক্টোবরের ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে থাকছেন না তিনি। ১৩ অক্টোবর প্যারাগুয়ের বিপক্ষেও খেলা হচ্ছেনা মেসির।
বাংলাদেশ সময়: ০০০৫ ঘণ্টা, ২৭ সেপ্টেম্বর ২০১৫
এমআর