ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

বার্সার সামনে এবার লেভারকুজেন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৫
বার্সার সামনে এবার লেভারকুজেন ছবি : সংগৃহীত

ঢাকা: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সেলোনা ট্রফি ধরে রাখার মিশনে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের (গ্রুপপর্বের ম্যাচ) দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে। তাদের প্রতিপক্ষ হিসেবে থাকছে জার্মানির ক্লাব বায়ার লেভারকুজেন।

কাতালানদের হয়ে এ ম্যাচে থাকছেন না দলের প্রাণভোমরা লিওনেল মেসি।

ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে বার্সার বিপক্ষে আতিথ্য নেবে জার্মান ক্লাবটি। আজ বাংলাদেশ সময় রাত পৌনে একটায় মুখোমুখি হবে দুই দল।

চ্যাম্পিয়ন্স লিগের অভিযানটা সুখকর হয়নি লুইস এনরিকের শিষ্যদের। কাতালান ক্লাবটি নিজেদের প্রথম ম্যাচে রোমার সাথে ড্র করে। প্রতিপক্ষের মাঠে অতিথি হিসেবে খেলতে নামা বার্সার হয়ে ম্যাচের ২১ মিনিটে লুইস সুয়ারেজের গোলে লিড নেয় কাতালানরা। তবে, ৩১ মিনিটে স্বাগতিকদের হয়ে গোল করে দলকে সমতায় ফেরান ফ্লোরেঞ্জি।

দ্বিতীয় ম্যাচে কাতালানদের লক্ষ্য জার্মান ক্লাব লেভারকুজেনকে হারিয়ে ‘ই’ গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করা। তবে, এ ম্যাচে ইনজুরির কারণে মাঠের বাইরে থাকতে হচ্ছে ইউরোপিয়ান সেরা ফুটবলার লিওনেল মেসিকে। বাম হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় প্রায় সাত-আট সপ্তাহ আর্জেন্টাইন এ সুপারস্টারকে দর্শক হয়ে থাকতে হতে পারে।

লুইস এনরিকের চিন্তা রয়েছে থমাস ভারমায়েলন আর জরদি আলবাকে নিয়েও। এছাড়া কাতালান দলটিতে অনুপস্থিত থাকবেন ইনজুরিতে ছয় মাসের জন্য ছিটকে পড়া রাফিনহা। ঘাড়ের চোটের কারণে থাকছেন না জরদি আলবা এবং থমাস ভারমায়েলন। তবে, চোট কাটিয়ে ফিরতে পারেন গোলরক্ষক ক্লদিয়ো ব্রাভো।

এদিকে, চোট সমস্যায় রয়েছে লেভারকুজেন। দলের হয়ে মাঠে নামতে পারবেন না চার্লস আরানগুয়েজ। উরুর চোটে থাকবেন না উমর তোপরাক ও টিন জেভাজ। আর হাঁটুর ইনজুরি ছিটকে দিয়েছে রবার্তো হিলবার্টকে।

এর আগে চ্যাম্পিয়ন্স লিগের আসরে দুই দলের শেষ পাঁচবারের দেখায় জয় তুলে নিয়েছে বার্সা। ৫টি ম্যাচে কাতালানরা জার্মানির দলটিকে ১৬টি গোল উপহার দেয়। ২০০১ সালের সেপ্টেম্বরে জার্মানিতে অনুষ্ঠিত হওয়া ম্যাচে কাতালানদের হারিয়েছিল লেভারকুজেন। সেবার ২-১ গোলে জিতেছিল স্বাগতিক হিসেবে নামা দলটি।

এবারের মৌসুমে বুন্দেসলিগায় সাত ম্যাচ খেলে লেভারকুজেন জিতেছে চারটি ম্যাচে। দারুণ ফর্মে থাকা দলটি চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের প্রথম ম্যাচে বাতে বরিসভকে ৪-১ গোলে হারিয়েছে।

২০১২-১৩ জার্মানির দলটিকে ৭-১ গোলের বড় লজ্জা দিয়েছিল বার্সা। সে ম্যাচে একাই ৫টি গোল করেছিলেন মেসি। যা প্রতিযোগিতাটির ইতিহাসে এক ম্যাচে প্রথম ৫ গোল করার কীর্তি ছিল। আর আজকের ম্যাচে নিশ্চিত ভাবেই না থাকা মেসিবিহীন বার্সাকে কিভাবে সামলাবে লেভারকুজেন সেটিই এখন দেখার বিষয়।

বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, ২৯ সেপ্টেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।