ঢাকা: চেলসির বিপক্ষে মাঠে নামার মধ্য দিয়ে অনন্য এক রেকর্ড গড়েন ইকার ক্যাসিয়াস। পেছনে ফেলেন স্বদেশী জাভি হার্নান্দেজকে।
চ্যাম্পিয়নস লিগে নিজের ১৫২তম ম্যাচে মাঠে নামেন ক্যাসিয়াস। স্প্যানিশ কিংবদন্তির রেকর্ড গড়ার ম্যাচে ইংলিশ চ্যাম্পিয়ন চেলসিকে ২-১ গোলে হারায় পোর্তো। এ মৌসুমেই দীর্ঘ ২৫ বছরের বন্ধন ছিন্ন করে পর্তগিজ ক্লাবটিতে যোগ দেন ৩৪ বছর বয়সী এ গোলরক্ষক।
ইউরোপের বাইরের ক্লাবে যোগ দেওয়ায় জাভির শীর্ষস্থান ফিরে পাওয়ার কোনো সুযোগ নেই। চলতি মৌসুমে তিনি ২৪ বছরের বার্সেলোনা অধ্যায়ের ইতি টেনে কাতারের আল সাদ ক্লাবে পাড়ি জমান।
ক্যাসিয়াস-জাভির পরেই তৃতীয় অবস্থানে রয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক মিডফিল্ডার রায়ান গিগস। ৪১ বছর বয়সী এ ওয়েলস মিডফিল্ডার ১৪৫টি চ্যাম্পিয়নস লিগ ম্যাচে মাঠে নামেন।
বর্তমানে ফুটবল খেলছেন এমন খেলোয়াড়দের মধ্যে শীর্ষ দশে রয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। রিয়াল মাদ্রিদের পর্তুগিজ তারকা এখন পর্যন্ত ১১৬টি ম্যাচ খেলে নবম স্থানে রয়েছেন। এদিকে, সম্প্রতি ক্যারিয়ারের শততম চ্যাম্পিয়নস লিগ ম্যাচ খেলেন লিওনেল মেসি। তবে, শীর্ষ দশে জায়গা পেতে তাকে সাবেক ক্লাব সতীর্থ কার্লোস পুয়োলকে (১১৫) টপকাতে হবে।
বাংলাদেশ সময়: ১৪৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৫
আরএম