ঢাকা: তারকা খেলোয়াড়দের ইনজুরিতে এক প্রকার বিপর্যস্ত বার্সেলোনা। লিওনেল মেসির পর এবার ইনজুরি আক্রান্ত হলেন আন্দ্রেস ইনিয়েস্তা।
এর আগে গত শনিবার (২৬ সেপ্টেম্বর) লা লিগায় লাস পালমাসের বিপক্ষে হাঁটুর ইনজুরিতে ভোগেন মেসি। খেলা শুরুর ১০ মিনিটের মাথায় তিনি মাঠ ছাড়েন। বাঁম হাঁটুর লিগামেন্ট ছিড়ে যাওয়ার আর্জেন্টাইন তারকাকে অন্তত ৭-৮ সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে। অন্যদিকে, পুরোপুরি ফিটনেস ফিরে পেতে ইনিয়েস্তার এক মাস বা তার চেয়ে বেশি সময় লাগতে পারে।
ইনজুরির কারণে এমনিতেই দলে নেই রাফিনহা, ক্লদিও ব্রাভো, আদ্রিয়ানো ও থমাস ভার্মেইলান। একের পর এক ইনজুরি কোচ লুইস এনরিকের জন্যও সতর্ক বার্তা। সামনের ম্যাচগুলোতে মেসি-ইনিয়েস্তা বিহীন বার্সার জন্য অগ্নিপরীক্ষাই অপেক্ষা করছে!
ইনিয়েস্তার ইনজুরিতে রীতিমত শঙ্কিত এনরিক। ‘ইনিয়েস্তার হ্যামস্ট্রিং ইনজুরি দলের জন্যই ভীষণ খারাপ সংবাদ। লম্বা সময়ের জন্য মেসিকেও দলে পাচ্ছি না। আমরা ক্রমাগতভাবেই ইনজুরি সমস্যায় জর্জড়িত হচ্ছি। এ সমস্যাটি অবশ্যই কাটিয়ে উঠতে হবে। ’
বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৫
আরএম