ঢাকা: ফুটবল বিশ্বে ডেভিড বেকহামের জনপ্রিয়তার শেষ নেই। অবসরের পর থেকেই ব্যবসায়ে মনোযোগী হন সাবেক ইংলিশ মিডফিল্ডার।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) জেট বিমান যোগে দুবাইতে পৌঁছান বেকহাম। সেখানকার এমিরেটস শপিং সেন্টারে তার হাত ধরেই অ্যাডিডাসের নতুন স্টোরটির যাত্রা শুরু হয়। যার মোট আয়তন ৩৭৫ স্কয়ার মিটার। ওই সময় বেকহামের হাজারো ভক্ত-সমর্থকের উপস্থিতি আয়োজনটিকে বেশ আলোকিত করে।
এ উপলক্ষে একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়। ১৩ বছরের রায়ান লডি নামক এক স্থানীয় বালক বিজয়ী হয়ে বেকহামের অটোগ্রাফ নেওয়ার পাশাপাশি তার সঙ্গে ফটোসেশনে অংশ নেওয়ার সুযোগ লাভ করেন।
উদ্বোধন কার্যক্রম শেষে বেকহাম বলেন, ‘সবসময়ই দুবাই শহরে আসার জন্য মুখিয়ে থাকি। এখানে অ্যাডিডাস স্টোর উদ্বোধন করতে পেরে আমি উচ্ছ্বসিত। ভক্তদের মাঝে যেরকম উচ্ছ্বাস দেখলাম তা স্মরণীয় হয়ে থাকবে। বিভিন্ন দেশ থেকে আসা বেশ কয়েকজন উদ্যোক্তার সঙ্গে পরিচয় হয়েছে যারা খেলাধুলার জন্য সবসময়ই ঐক্যবদ্ধ। ’
বাংলাদেশ সময়: ২০০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৫
আরএম