ঢাকা: স্প্যানিশ লা লিগার চলতি আসরে মাঠে নামতে যাচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সেলোনা। দলের প্রাণভোমরা খ্যাত আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসিকে ছাড়াই জয়ের ধারাতে থাকা কাতালানরা সেভিয়ার ঘরের মাঠে আতিথ্য নেবে।
বাংলাদেশ সময় শনিবার (০৩ অক্টোবর) রাত ৮টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে।
গত মৌসুমের ‘ট্রেবল’ জয়ী বার্সা এ মৌসুমের শুরুতে এই সেভিয়ার বিপক্ষে কষ্টার্জিত জয় তুলে নিয়েছিল। উয়েফা সুপার কাপের সে ম্যাচে ৪-১ গোলে কাতালানরা লিড নিলেও ৪-৪ গোলে সমতায় ফেরে সেভিয়া। পরে অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে পেদ্রো গোল করলে জয় পায় লুইস এনরিকের শিষ্যরা।
লা লিগায় নিজেদের সর্বশেষ ম্যাচেও মাঠে ছিলেন মেসি। লাস পালমাসের বিপক্ষে সে ম্যাচে খেলার সময় বাম পায়ের লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় লম্বা সময়ের জন্য ছিটকে পড়েন মেসি। আর্জেন্টাইন তারকাকে ছাড়া জার্মান ক্লাব বায়ার লেভারকুজেনের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে কষ্টার্জিত জয় পায় বার্সা। তবে, সে ম্যাচে কাতালানদের পুরোনো আর অভিজ্ঞ সৈনিক আন্দ্রে ইনিয়েস্তা চোট পান। আগে থেকেই ইনজুরির সঙ্গে লড়ে যাচ্ছেন রাফিনহা।
সেভিয়ার বিপক্ষে মাঠে নামার আগে বার্সা কোচ লুইস এনরিকের কপালে চিন্তা রেখা ফুটে উঠেছে ইনজুরির কারণে দলের এক নম্বর গোলরক্ষক ক্লদিও ব্রাভো, থমাস ভারমায়েলেন আর আদ্রিয়ানো না থাকায়।
এ ক্ষেত্রে এনরিককে আক্রমণভাগ সাজাতে হবে উরুগুয়ের তারকা স্ট্রাইকার লুইস সুয়ারেজ, ব্রাজিলের সুপারস্টার নেইমারকে দিয়ে। তাদের সঙ্গে ভূমিকা রাখতে পারেন সান্দ্রো। কিংবা তরুণ মুনির আল হাদ্দাদিকে দেখা যেতে পারে কাতালানদের আক্রমণভাগে। জেরেমি ম্যাথিউ-দানি আলভেজদের সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় ম্যাচে গোল করা সার্জি রবার্তো তাল মেলাতে পারেন আজকের ম্যাচে।
আন্দ্রেস ইনিয়েস্তা মাঠে না নামলে বার্সার নেতৃত্বে থাকবেন বাসকুয়েটস। ইনিয়েস্তার পরিবর্তে শুরুর একাদশেই নামতে পারেন মার্ক বারত্রা। ডিফেন্স সামলাবেন হাভিয়ের মাশচেরানো এবং জেরার্ড পিকে।
সর্বশেষ নিজেদের খেলা ৫ ম্যাচের তিনটিতেই জয় পেয়েছে বার্সা। সেল্টাভিগোর বিপক্ষে ৪-১ গোলে হারা কাতালানরা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে রোমার বিপক্ষে ড্র করেছি। অপরদিকে, সর্বশেষ ৫ ম্যাচের তিনটিতেই হেরেছে সেভিয়া। বাকি দুটি ম্যাচে রায়ো ভালকানো এবং চ্যাম্পিয়ন্স লিগের আসরে জার্মান ক্লাব বরুশিয়া মনশেনগ্লাবডাখের বিপক্ষে জয় পায় সেভিয়া।
দুই দলের মুখোমুখি লড়াইয়ে এগিয়ে বার্সা। সর্বশেষ ৫ ম্যাচের চারটিতেই জয় তুলে নিয়েছে বার্সা। বাকি ম্যাচটি ড্র হয়। এ পর্যন্ত ৪৬ বারের মুখোমুখি লড়াইয়ে ২৬ ম্যাচ জিতেছে কাতালানরা, যেখানে সেভিয়া জিতেছে ১০ ম্যাচ আর বাকি ১০ ম্যাচ ড্র হয়।
বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, ০৩ অক্টোবর ২০১৫
এমআর