ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

শ্রীমঙ্গলে কাবাডি প্রতিযোগিতা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৬ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৫
শ্রীমঙ্গলে কাবাডি প্রতিযোগিতা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

শ্রীমঙ্গল (মৌলভীবাজার): শ্রীমঙ্গলে আইজিপি আন্তঃজেলা যুব কাপ কাবাডি প্রতিযোগিতা-২০১৫ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে খেলা শুরু হয়।



প্রথম খেলায় অংশ নেয় ভূনবীর ইউনিয়ন যুব কাবাডি দল বনাম আশিদ্রোন ইউনিয়ন যুব কাবাডি দল।

মাঠে বসে খেলাটি উপভোগ করেন ভূনবীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুর রশিদ, আশিদ্রোন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রনেন্দ্র প্রসাদ বর্ধন জহর, কালাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবদুল মোতালিব, শ্রীমঙ্গল সদর ইউনিয়নের চেয়ারম্যান ভানু লাল রায় এবং স্থানীয় ক্রীড়াব্যক্তিত্ব মিলন দাশগুপ্তসহ অনেকে।

ক্রীড়াব্যক্তিত্ব মিলন দাশগুপ্ত বলেন, আজকের বিজয়ী দল জেলায় গিয়ে খেলবে জেলা চ্যাম্পিয়ন দল সিলেট বিভাগের চ্যাম্পিয়ন দলের সঙ্গে। সেখানে বিজয়ী হলে তারা জাতীয়ভাবে ঢাকায় অংশ নেবে।

উপজেলা প্রশাসন ও শ্রীমঙ্গল থানার সহযোগিতায় এ খেলা অনুষ্ঠিত হয়।   

বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৫
বিবিবি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।