ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

র‌্যাংকিংয়ে বার্সা-আর্সেনালের অবনতি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৮ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৫
র‌্যাংকিংয়ে বার্সা-আর্সেনালের অবনতি ছবি : সংগৃহীত

ঢাকা: ২০১৫-১৬ উয়েফা চ্যাম্পিয়নস লিগে বাজে শুরুর কারণে র‌্যাংকিংয়ে অবনতি হয়েছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা ও ইংলিশ জায়ান্ট আর্সেনালের। ইউরোপ সেরার এই আসরে গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচ শেষে অবনতি হয় দল দুটির।



প্রিমিয়ার লিগের ক্লাব আর্সেনাল নিজেদের প্রথম দুই ম্যাচে কোন পয়েন্টই সংগ্রহ করতে পারেনি। ডায়নামো জাগরেব ও অলিম্পিকোয়াসের বিপক্ষে হেরে গানাররা প্যারিস সেইন্ট জার্মেই ও জুভেন্টাসের থেকে পিছিয়ে ১০ নম্বরে রয়েছে।

অন্যদিকে স্প্যানিশ জায়ান্ট বার্সা নিজেদের দ্বিতীয় ম্যাচে বায়ার লেভারকুসেনের বিপক্ষে কষ্টার্জিত জয় পেলেও রোমার বিপক্ষে প্রথম ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করে। বর্তমানে মেসি-নেইমারদের অবস্থান তৃতীয়। সেই অর্থে বুন্দেসলিগা চ্যাম্পিয়ন জার্মানের বায়ার্ন মিউনিখ নিজেদের সবগুলো ম্যাচ জিতে দ্বিতীয়স্থান নিশ্চিত করেছে।

এ মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্স করে র‌্যাংকিংয়ে শীর্ষে রয়েছে রিয়াল মাদ্রিদ। সেরা পাঁচে মিউনিখ ও বার্সার পরে রয়েছে ইংলিশ ক্লাব চেলসি ও স্প্যানিশ ক্লাব অ্যাতলেটিকো মাদ্রিদ।

ইউরোপিয়ান প্রতিযোগিতার সর্বশেষ পাঁচটি মৌসুমের পারফরম্যান্সের ভিত্তিতেই মূলত এই র‌্যাংকিং করা হয়। র‌্যাংকিংয়ে চ্যাম্পিয়নস লিগ ও ইউরোপা লিগের দলগুলো স্থান পেয়ে থাকে।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, ০১ অক্টোবর, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।