ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

২০ মিনিটে ৫ গোল দিলেন আগুয়েরো

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১২ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৫
২০ মিনিটে ৫ গোল দিলেন আগুয়েরো ছবি: সংগৃহীত

ঢাকা: মাত্র ২০ মিনিটে পাঁচ পাঁচটি গোলের উৎসব করলেন ম্যানচেস্টার সিটির আর্জেন্টাইন স্ট্রাইকার সার্জিও আগুয়েরো। ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে এটি অনন্য রেকর্ডও।



শনিবার (৩ অক্টোবর) বিকেলে প্রিমিয়ার লিগের ম্যাচে নিউক্যাসেলের বিপক্ষে আগুয়েরো এই গোল উৎসব করেন।

ম্যাচের শুরুতেই খেলতে নামলেও আগুয়েরো প্রতিপক্ষের জালে বল পাঠানোর উল্লাসে মাতেন বিরতির আগে ও পরে।

তিনি প্রথম গোলটি করেন ৪২ মিনিটে। এরপর বিরতি শেষে খেলতে নেমেই রুদ্ররূপে আবির্ভূত হন আগুয়েরো। আর্জেন্টাইন এ তারকা একে একে বাকি চারটি গোল করেন ৪৯, ৫০, ৬০ ও ৬২তম মিনিটে।

আগুয়েরোর এ গোল উৎসব থেমে যায় ৬৬ মিনিটে বদলি খেলোয়াড় নামিয়ে তাকে বেঞ্চে বসিয়ে দেওয়া হলে। ম্যানচেস্টার সিটির প্রাণভোমরা যখন মাঠ ছাড়ছিলেন তখন তার দল খেলায় ৬-১ ব্যবধানে এগিয়ে।

বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৫
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।