ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

যৌথভাবে সপ্তম সিদ্দিকুর

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪০ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৫
যৌথভাবে সপ্তম সিদ্দিকুর

ঢাকা: মারকারিস তাইওয়ান মাস্টার্সে পাঁচ জনের সঙ্গে যৌথভাবে সপ্তম হয়ে আসর শেষ করলেন বাংলাদেশের সেরা গলফার সিদ্দিকুর রহমান।

সাড়ে ছয় লাখ ডলার প্রাইজমানির এ টুর্নামেন্টটি রোববার (০৪ অক্টোবর) শেষ হয়েছে।



এশিয়ান ট্যুরের দুটি শিরোপা জেতা গলফার সিদ্দিকুর সপ্তম হলেও এ আসরে সেরা হয়েছেন মালয়েশিয়ার ড্যানি চাই।

মারকারিস তাইওয়ান মাস্টার্সে চতুর্থ ও শেষ রাউন্ডে পারের চেয়ে এক শট বেশি খেলেন সিদ্দিকুর। তবে, সব মিলিয়ে পারের চেয়ে তিন শট বেশি খেলেন।   যৌথভাবে সপ্তম হতে চতুর্থ রাউন্ডে দুটি বার্ডি (পারের চেয়ে এক শট কম) করলেও তিনটি বোগি (পারের চেয়ে এক শট বেশি) করেন।

বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, ০৪ অক্টোবর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।