ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

অপ্রত্যাশিত ড্রয়ে কঠিন হলো মূলপর্ব

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০০ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৫
অপ্রত্যাশিত ড্রয়ে কঠিন হলো মূলপর্ব ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ফলাফলটি মোটেও অনুমেয় ছিলনা। ভুটানের বিপক্ষে বড় জয় নিয়ে যেখানে গ্রুপ রানার্সআপ হয়ে মূল পর্বে যাবার কথা ছিল বাংলাদেশের যুবাদের, সেখানে দলটির সঙ্গে ১-১ গোলের অপ্রত্যাশিত ড্রয়ে এএফসি অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের মূল পর্বে খেলার সম্ভাবনা নিজেরাই ফিঁকে করে তুললো স্বাগতিকরা।



কারণ, ৬ অক্টোবর, ‘এ’ গ্রুপ পর্বের শেষ ম্যাচে রাব্বি-ইব্রাহিমদের প্রতিপক্ষ শক্তিশালী উজবেকিস্তান। এর আগে বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলকে ২-০ গোলে পরাজিত করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

রোববার (৪ অক্টোবর) বঙ্গবন্ধু স্টেডিয়ামে প্রথমার্ধের ৬ মিনিটেই ভুটানকে ১-০ তে এগিয়ে দেন, রক্ষণভাগের খেলোয়াড়   সোনাম টবগে। মিডফিল্ডার নিমা ওয়ানগনের কর্ণার কিক থেকে স্বাগতিকদের জালে বল জড়ান তিনি।

তবে ১৭ মিনিটে সমতায় ফেরার সুযোগ পায় বাংলাদেশ। ফরোয়ার্ড মান্নাফ রাব্বি বেশ জোরালো আক্রমণ রচনা করেই প্রতিপক্ষের সীমানায় গিয়েছিলেন। কিন্তু, গোল লাইন থেকে তা প্রতিহত করেন ভুটান কাপ্তান চোকি ওয়াংচুক। এরপর ৩২ ও প্রথমার্ধ শেষের ১ মিনিট আগে সমতায় ফেরার দারুণ সুযোগ পেলেও তা জালের ঠিকানা খুঁজে পায়নি।

প্রথমার্ধে ব্যর্থ হলেও দ্বিতীয়ার্ধে সাফল্য পায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ৭৫ মিনিটে ডি-বক্স সিমানায় ইব্রাহিমের ফ্রি-কিক থেকে দলকে ১-১ এ সমতায় ফেরান অধিনায়ক মাসুক মিয়া জনি।

সমতায় ফেরার পর লিড নিতে আক্রমণের গতি বাড়ায় জনি-ইব্রাহিমরা। কিন্তু, শেষ পর্যন্ত ড্রয়ের হতাশা নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।

বাংলাদেশ সময় ২০৩৪ ঘন্টা, অক্টোবর ৪, ২০১৫
এইচএল/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।