ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

নাপোলিতে উড়ে গেল মিলান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১২ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৫
নাপোলিতে উড়ে গেল মিলান ছবি: সংগৃহীত

ঢাকা: হাইভোল্টেজ ম্যাচ বলতে কিছুই ‍থাকল না। ঘরের মাঠেই নাপোলির বিপক্ষে ৪-০ গোলে বিধ্বস্ত হয়েছে এসি মিলান।

এ নিয়ে মৌসুমের সাত ম্যাচের মধ্যে চারটিতেই হারের স্বাদ নিল ১৮ বারের লিগ চ্যাম্পিয়নরা।

সান সিরো স্টেডিয়ামে খেলা শুরুর ১৩ মিনিটে ব্রাজিলিয়ান মিডফিল্ডার ‍অ্যালান লরেইরোর গোলে লিড নেয় নাপোলি। এক গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা। সমতায় ফেরার লক্ষ্য নিয়ে দ্বিতীয়ার্ধে মাঠে নামলেও উল্টো আরেকটি গোল হজম করে মিলান। ৪৮ মিনিটে আর্জেন্টাইন তারকা গঞ্জালো হিগুয়েইনের পাসে লিড দ্বিগুন করেন ইতালিয়ান স্ট্রাইকার লরেঞ্জো ইনসাইন।

এর ১৯ মিনিট পর অসাধারণ ফ্রি-কিকে জোড়া গোল আদায় করেন লরেঞ্জো। তখনই ম্যাচ থেকে ছিটকে পড়ে মিলান। ভাগ্যই বোধ হয় তাদের সহায় ছিল না। পুরো ম্যাচজুড়ে বেশ কয়েকটি আক্রমণ করেও জালের ঠিকানা খুঁজে পায়নি স্বাগতিকরা।

এমনিতেই বড় ব্যবধানে পিছিয়ে। মরার ওপর খাঁড়ার ঘা হয়ে দাঁড়ায় ৭৭ মিনিটে ডিফেন্ডার রদ্রিগো এলির আত্মঘাতী গোল। তাই ম্যাচ শেষে লজ্জাজনক পরাজয় নিয়ে মাঠ ছাড়ে মন্তোলিভো-বাক্কা-লুইজ আদ্রিয়ানোরা।

বাংলাদেশ সময়: ১১১৩ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।