ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

ব্রাজিল দলে কোতিনহোর পরিবর্তে কাকা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৪ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৫
ব্রাজিল দলে কোতিনহোর পরিবর্তে কাকা ছবি : সংগৃহীত

ঢাকা: ইনজুরির কারণে ব্রাজিলের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ থেকে বাদ পড়লেন ফিলিপ কোতিনহো। তবে লিভারপুলের এ মিডফিল্ডারের পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন সেলেকাওদের অভিজ্ঞ ফুটবলার কাকা।

ব্রাজিল ফুটবল অ্যাসোসিয়েশন (সিবিএফ) এক ঘোষণার মাধ্যমে এমনটি নিশ্চিত করেছে।

রোববার (০৪ অক্টোবর) ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে এভারটনের বিপক্ষে ইনজুরিতে পড়েন কোতিনহো। তবে ১-১ গোলে ড্র হওয়া সেই ম্যাচে সেলেকাওদের এই তারকা কতটা মারাত্মক ধরনের ইনজুরিতে পড়েছেন সে ব্যাপারে এখনও জানা যায়নি।

এদিকে ওরল্যান্ডো সিটির মিডফিল্ডার কাকা এর আগে কোস্টারিকা ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রীতি ম্যাচে জাতীয় দলের হয়ে মাঠে নেমেছিলেন। কিন্তু ৩৩ বছরের এ তারকাকে বিশ্বকাপ বাছাইয়ে দলে নেননি কোচ কার্লোস দুঙ্গা। তবে কোতিনহোর ইনজুরিতে চিলি ও ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচে আবারও কপাল খুললো সাবেক এসি মিলান তারকার।

২০১৮ রাশিয়া বিশ্বকাপের টিকিট পেতে বৃহস্পতিবার (০৮ অক্টোবর) সান্থিয়াগোতে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন চিলির বিপক্ষে লড়বে ব্রাজিল। আর পাঁচ দিন পরে ঘরের মাঠ ফোর্টালেজায় ভেনেজুয়েলাকে আতিথ্য জানাবে দুঙ্গার শিষ্যরা।

বাংলাদেশ সময়: ১৫০৪ ঘণ্টা, ০৫ অক্টোবর, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।