ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

রোনালদোর বিকল্প ভাবছেন রিয়াল কোচ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৫ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৫
রোনালদোর বিকল্প ভাবছেন রিয়াল কোচ ছবি : সংগৃহীত

ঢাকা: মাঠ থেকে তুলে নেওয়ায় সম্প্রতি রিয়াল মাদ্রিদ কোচ রাফা বেনিতেজের ওপর ক্ষোভ ঝাড়েন করিম বেনজেমা। এমনকি রিয়াল সমর্থকসহ স্থানীয় মিডিয়াও স্প্যানিশ কোচের বিরুদ্ধে অভিযোগ তোলে।

তবে সেদিকে কান দিচ্ছেন না বেনিতেজ। বরং তিনি সাফ জানিয়ে দিয়েছেন, প্রয়োজনে দলের সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে তুলে নিতেও দ্বিধাবোধ করবেন না।

তবে পর্তুগিজ তারকার বদলি হিসেবে কাউকে ‍নামানোর আগে একটু হলেও ভাববেন বেনিতেজ। কারণ আর কিছুই না, বার্সেলোনা তারকা লিওনেল মেসির মতো রোনালদোও ম্যাচের পুরো নব্বই মিনিট খেলে অভ্যস্ত। তাছাড়া ইনজুরি সমস্যা না থাকলে সাধারণত যেকোনো কোচই দলের সেরা খেলোয়াড়কে পুরো ম্যাচে মাঠে রাখেন।

এক সাক্ষাৎকারে বেনিতেজ বলেন, ‘রোনালদোর বদলি হিসেবে কাউকে নামানোর ক্ষেত্রে উদ্বেগের কিছু নেই। দলের প্রয়োজনে আমি যেকোনো সিদ্ধান্ত নিতে প্রস্তুত। তবে রোনালদো দলের সেরা খেলোয়াড়। তার পারফরম্যান্স প্রশ্নাতীত। এ মুহূর্তে তার পরিবর্তে কাউকে খেলোনোর চিন্তা করছি না। কারণ, সে মাঠে থাকা মানেই গোলের সুযোগ বেড়ে যাওয়া। তবে পরিস্থিতি বিবেচনায় অবশ্যই তার বিকল্প ভাবব। ’

স্প্যানিশ কোচ উল্লেখ করেন, ‘রোনালদোর সঙ্গে আমার প্রতিদিনই কথা হয়। তার কাছ থেকে কিভাবে আরো সেরাটা বের করা যায় এবং রিয়ালের জন্য কোনটা ভালো হয় সে বিষয়টি বিশ্লেষণ করার চেষ্টা করি। সে একজন সেরা মানের পেশাদার খেলোয়াড়। এ বিষয়ে বিতর্কের কোনো অবকাশ নেই। আমি মনে করি, এবারও তার হাতে ব্যালন ডি’অর পুরস্কার উঠবে। ’

আক্রমণভাগের ত্রয়ীর কম্বিনেশন প্রসঙ্গে বেনিতেজের ভাষ্য, ‘যদি রোনালদো, বেল ও বেনজেমা তিনজনই সেরা ফর্মে থাকে, তাহলে সম্ভবত তারা হবে অপ্রতিরোধ্য। কিন্তু আমরা ভাগ্যবান যে, দলে আরো কয়েকজন ভালো মানের খেলোয়াড় রয়েছে। দলের প্রয়োজনে তারাও সেরাটা দিতে প্রস্তুত। রিয়ালের বর্তমান স্কোয়াডটি সত্যিই বিশ্বমানের। এদের মতো খেলোয়াড় আমি কখনো পাইনি। অনুশীলনেও তারা বেশ সিরিয়াস থাকে। এ দলটি সব সময়ই জিততে চায়। ’

বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।