ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

জোকোভিচ ভাইদের প্রথম ডাবলস জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৪ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৫
জোকোভিচ ভাইদের প্রথম ডাবলস জয় ছবি: সংগৃহীত

ঢাকা: ছোট ভাই জোর্ডজি জোকোভিচের সঙ্গে জুটি বেধে প্রথম ম্যাচেই জয় পেয়েছেন নোভাক জোকোভিচ। চায়না ওপেনের প্রথম রাউন্ডের ডাবলস ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেন জোকোভিচ ভাইয়েরা।



অবশ্য, শেষ আট নিশ্চিত করতে বেশ বেগ পেতে হয় জোকোভিচদের। চীনের গং মাও-জিন ও নিউজিল্যান্ডের মাইকেল ভেনাস জুটির বিপক্ষে তাদের জয়টি আসে ৭-৬ (৭/৫), ৬-৭ (৬/৮), ১০-৫ গেমের ব্যবধানে। প্রথম সেটে হারলেও তারা পরের দুই সেটে ঘুরে দাঁড়ায়।

এ প্রথমবার ৠাকিংয়ের শীর্ষ তারকা নোভাক জোকোভিচ তার ছোট ভাইয়ের সঙ্গে জুটি বেধে কোর্টে নামেন। বেইজিংয়ের জাতীয় টেনিস সেন্টারে দর্শকরাও বেশ আগ্রহভরে দুই ভাইয়ের খেলা উপভোগ করেন।

কোয়ার্টারে কানাডা-যুক্তরাষ্ট্র জুটি ভাসেক পোসপিসিল ও জ্যাক সকের মুখোমুখি হবেন নোভাক-জোর্ডজি জোকোভিচ।

এর আগে পাঁচবার চায়না ওপেনের সিঙ্গেল শিরোপা জেতেন নোভাক জোকোভিচ। এবারের আসরেও সেরকম ইঙ্গিত দিচ্ছেন সার্বিয়ান টেনিস তারকা। প্রথম রাউন্ডে তিনি ইতালিয়ান সিমোন বোলেল্লিকে ৬-১, ৬-১ গেমে উড়িয়ে দেন। দ্বিতীয় রাউন্ডে তার প্রতিপক্ষ চীনের জ্যাং জি।

বাংলাদেশ সময়: ০৯৫৩ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।