ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

ম্যানইউর প্রশংসায় লিভারপুলকে বেকহামের খোঁচা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৯ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৫
ম্যানইউর প্রশংসায় লিভারপুলকে বেকহামের খোঁচা ছবি: সংগৃহীত

ঢাকা: দীর্ঘ ২৫ বছর ধরে ইংলিশ লিগের শিরোপা খরায় ভুগছে লিভারপুল। অথচ এক সময় অল রেডসদেরই দাপট ছিল।

দ্বিতীয় সর্বোচ্চ ১৮ বার শিরোপা জেতার রেকর্ডটি সেটিই প্রমাণ করে। কিন্তু ইংলিশ জায়ান্টদের বর্তমান অবস্থা আগের জায়গায় নেই।

ইংল্যান্ডের অন্যান্য সেরা ক্লাবগুলোর কী লিভারপুলের মতো অবস্থা হবে? অন্তত ম্যানচেস্টার ইউনাইটেডের বেলায় এমনটি ঘটবে না বলে বিশ্বাস সাবেক ম্যানইউ তারকা ডেভিড বেকহামের। তার মতে, রেড ডেভিলসদের এতো দীর্ঘ সময় লিগ শিরোপা খরায় থাকার কোনো সম্ভাবনাই নেই।

এক সাক্ষাৎকারে বেকহাম বলেন, ‘লম্বা সময় ধরে ম্যানইউ লিগ শিরোপা খরায় ভুগবে, আমি এমনটি মনে করি ‍না। লিভারপুল ২৫ বছর ধরে এ শিরোপা জিততে পারেনি। তাদের সঙ্গে আমার পুরনো ক্লাবের তুলনা করতে চাই না। ম্যানইউ সব সময়ই শিরোপা জেতার মিশন নিয়ে মৌসুম শুরু করে। এমন একটি ক্লাবের ক্ষেত্রে এমন সমীকরণ মানায় না। তবে কয়েক মৌসুমে সাফল্য না পেলেও হতাশ হওয়ার কিছু নেই। অপেক্ষাতেই সব কিছুর অবসান ঘটে। ’

বেকহামের প্রফেসনাল ফুটবল ক্যারিয়ারের শুরুটা হয় ম্যানইউর হয়ে। ১৯৯২-০৩ পর্যন্ত দীর্ঘ এগার বছর তিনি এ ক্লাবের হয়ে খেলেন। সব মিলিয়ে ৩৯৪ ম্যাচে ৮৫টি গোল করেন সাবেক ইংলিশ মিডফিল্ডার। রেড ডেভিলসদের হয়ে জেতেন ছয়টি প্রিমিয়ার লিগের শিরোপা।

স্যার অ্যালেক্স ফার্গুসনের অধীনে সর্বশেষ ২০১২-১৩ মৌসুমে ২০তম লিগ শিরোপা জেতে ম্যানইউ। অন্যদিকে, ১৯৮৯-৯০ মৌসুমে শেষবার এর স্বাদ নেয় লিভারপুল।

বাংলাদেশ সময়: ১৩২৭ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।