ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

ইউরো বাছাইয়ে ছিটকে গেলেন মান্দজুকিচ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৪ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৫
ইউরো বাছাইয়ে ছিটকে গেলেন মান্দজুকিচ ছবি: সংগৃহীত

ঢাকা: হ্যামস্ট্রিং ইনজুরির কারণে ক্রোয়েশিয়ার হয়ে ইউরো-২০১৬ বাছাইপর্বের শেষ দুই ম্যাচে খেলতে পারবেন না মারিও মান্দজুকিচ। এখনো চূড়ান্ত পর্ব নিশ্চিত হয়নি ক্রোয়েশিয়ানদের।

তার সঙ্গে যোগ হলো দলের অন্যতম সেরা তারকার অনুপস্থিতি।

শনিবার (১০ অক্টোবর) ঘরের মাঠে বুলগেরিয়ার বিপক্ষে মাঠে নামবে ক্রোয়েশিয়া। তিনদিন পর বাছাইপর্বের শেষ ম্যাচে মাল্টার মুখোমুখি হবে ক্রোয়েশিয়ানরা। দু’টি ম্যাচই বাংলাদেশ সময় দিবাগত রাত পৌনে ১টায় শুরু হবে।

প্লে-অফ বাধা দূর করতে দুই ম্যাচেই জয় ছাড়া ভিন্ন কিছু ভাবছে না ক্রোয়েশিয়া। গ্রুপ ‘এইচ’ এ আট ম্যাচ শেষে চার জয়, দুই ড্র ও দুই পরাজয়ে ১৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ক্রোয়েশিয়া। সমান ম্যাচে ১৬ পয়েন্টে দুইয়ে নরওয়ে ও শীর্ষে থাকা ইতালির সংগ্রহ ১৮ পয়েন্ট। শীর্ষ দুই দল সরাসরি চূড়ান্ত পর্বে অংশ নেবে।

বাছাইপর্বের আট ম্যাচে সর্বসাকুল্যে মাত্র একটি গোল করেছেন মান্দজুকিচ। বর্তমান সময়টাও তার ভালো যাচ্ছে না। গত মৌসুমে বায়ার্ন মিউনিখ থেকে অ্যাতলেতিকো মাদ্রিদে যোগ দেন। কিন্তু স্প্যানিশ জায়ান্টদের হয়েও থিতু হতে পারেননি। চলতি মৌসুমেই পাড়ি জমান জুভেন্টাসে।

বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।