ঢাকা: আন্তার্জাতিক প্রীতি ম্যাচে আর্মেনিয়াকে ৪-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে ২০১৬ ইউরোর আয়োজক ফ্রান্স। দলের হয়ে জোড়া গোল করেন রিয়াল মাদ্রিদ তারকা করিম বেনজেমা।
ইউরো বাছাইপর্বে ইউরোপের দলগুলো ব্যস্ত সময় পার করলেও প্রীতি ম্যাচে নিজেদের ঝালিয়ে নিচ্ছে দিদিয়ের দেশমের শিষ্যরা। ঘরের মাঠ অ্যালিয়াঞ্জ রিভিয়েরায় খেলা শুরুর ৩৫ মিনিটে বেনজেমার অ্যাসিস্টে স্বাগতিকদের লিড এনে দেন স্ট্রাইকার অ্যান্তোনি গ্রিজম্যান। এক গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ৯৮’র বিশ্ব চ্যাম্পিয়নরা।
দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে ফ্রান্সের হয়ে লিড দ্বিগুন করেন মিডফিল্ডার ইয়োহান কাবাই। ৭৭ মিনিটে গ্রিজম্যানের পাসে গোলের খাতায় নাম লেখান বেনজেমা। দুই মিনিটের মাথায় জোড়া গোল আদায় করে নেন ফ্রেঞ্চ অধিনায়ক। যার নেপথ্য কারিগর ১৯ বছর বয়সী উদীয়মান স্ট্রাইকার অ্যান্তোনি মার্শাল।
ফ্রান্সের আক্রমণাত্মক ফুটবলের সামনে রীতিমত অসহায় আত্মসমর্পণ করে আর্মেনিয়া। ৩৭ শতাংশ বল দখলে রেখে তারা পাঁচটি প্রচেষ্টায় গোলমুখে মাত্র একটি শট নেয়।
আগামী ১১ অক্টোবর (রোববার) পরবর্তী প্রীতি ম্যাচে ডেনমার্কের মুখোমুখি হবে ফ্রান্স। বাংলাদেশ সময় দিবাগত রাত পৌনে ১টায় ম্যাচটি শুরু হবে।
বাংলাদেশ সময়: ১০৩৬ ঘন্টা, অক্টোবর ০৯, ২০১৫
আরএম