ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

মাশচেরানোকে আলো দেখান বেনিতেজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৪ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৫
মাশচেরানোকে আলো দেখান বেনিতেজ

ঢাকা: আর্জেন্টাইন তারকা জাভিয়ের মাশচেরানো ২০০৭ সালে লিভারপুলের হয়ে নাম লেখান। সে সময় দলটির কোচ ছিলেন রিয়াল মাদ্রিদের বর্তমান কোচ রাফা বেনিতেজ।

মাশচেরানো মনে করেন তার ক্যারিয়ারকে সমৃদ্ধ করার পেছনে সবচেয়ে বড় ভূমিকা বেনিতেজের।

২০০৪ সালে ভ্যালেন্সিয়া ছেড়ে বেনিতেজ দায়িত্ব নেন ইংলিশ জায়ান্ট লিভারপুলের। ২০১০ সালে লিভারপুল ছেড়ে তিনি চলে যান ইন্টার মিলানে। মাশচেরানো ওয়েস্টহাম ইউনাইটেড থেকে লিভারপুলে যোগ দেন ২০০৭ সালে। ২০১০ সালে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনায় নাম লেখান তিনি।

সাবেক গুরু প্রসঙ্গে মাশচেরানো বলেন, বেনিতেজ আমাকে ২০ মিটার অন্ধকার আর গভীর গর্ত থেকে তুলে এনেছেন। তিনি শুধু অসাধারণ মানুষ নন, তিনি একজন গ্রেট কোচ। তার সঙ্গে থাকলে আপনি অনেক কিছু শিখতে পারবেন।

একই সঙ্গে অ্যানফিল্ড ছেড়েছেন বেনিতেজ আর মাশচেরানো। বর্তমানে দুই প্রতিদ্বন্দ্বী রিয়াল এবং বার্সার হয়ে দু’জন দুই রকম দায়িত্ব পালন করছেন। তবে, নিজেদের মধ্যে সম্পর্কের কোনো হেরফের হয়নি বলে জানালেন আর্জেন্টাইন তারকা। মাশচেরানো বলেন, আমরা যখন একই দলে ছিলাম, তখন দু’জনের মাঝে সুসম্পর্ক ছিল। এখন আমরা দু’জন দুই দলে। তারপরও তার সঙ্গে আমার প্রায়ই কথা হয়। দু’জনের সম্পর্ক ঠিক যেন আগের মতোই রয়েছে। এক সময় আমি হয়তো বার্সা ছেড়ে চলে যাব কিংবা তিনি রিয়াল ছেড়ে চলে যাবেন। কিন্তু তারপরও আমাদের সম্পর্ক ঠিক আগের মতোই থাকবে।

আর্জেন্টিনার হয়ে ১১৮ ম্যাচ খেলা অভিজ্ঞ ডিফেন্ডার মাশচেরানো বেনিতেজের অধীনে লিভারপুলে খেলেছেন ১৩৯টি ম্যাচ। পুরো ক্লাব ক্যারিয়ারে তিনি যে দুটি গোল পেয়েছেন সে গোল দুটি লিভারপুলের জার্সি গায়েই পেয়েছিলেন।

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, ১০ অক্টোবর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।