ঢাকা: ২০১৬ ফ্রান্স ইউরোর টিকিট নিশ্চিত করেছে পর্তুগাল। তবে সূচি অনুযায়ী দলটিকে খেলতে হবে আরো একটি ম্যাচে।
গত বৃহস্পতিবার (০৮ অক্টোবর) ডেনমার্কের বিপক্ষে জয় পায় ফার্নন্দো সান্তোসের শিষ্যরা। ম্যাচে জাও মোওতিনহোর একমাত্র গোলে সেলেকাওরা জয় পেলে এক ম্যাচ হাতে রেখেই ইউরো নিশ্চিত করেন সিআর সেভেনরা।
গ্রুপ ‘আই’তে পতুর্গাল সাত ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে সবার ওপরে রয়েছে। তাই রিয়াল মাদ্রিদ তারকা রোনালদোকে পরের ম্যাচে বিশ্রাম দেওয়া হয়। তবে সাবেক ম্যানচেস্টার ইউনাইটেডের এ তারকা ছাড়াও রোববারে সার্বিয়ার বিপেক্ষ লড়াইয়ে আরো বিশ্রাম পেয়েছেন থিয়াগো ও রিকার্ডো কারভালহো।
তাদের পরিবর্তে দলে দু’জন নতুন খেলোয়াড়কে সুযোগ দেওয়া হয়েছে। এরা হলেন নাইসের ২২ বছর বয়সী উইঙ্গার রিকার্ডো পেরেইরা ও ব্রাগা ফুটবলার রুই ফন্তে। তারা এর আগে কখনোই জাতীয় দলের হয়ে খেলেননি।
ইউরো বাছাইয়ে পর্তুগালের হয়ে এবারের সর্বোচ্চ গোলের মালিক রোনালদো। ছয় ম্যাচে তিনি পাঁচটি গোল করেছেন।
বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, ১০ অক্টোবর, ২০১৫
এমএমএস