ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

সর্বোচ্চ গোলদাতা রুনি পেলেন ‘গোল্ডেন বুট’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৭ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৫
সর্বোচ্চ গোলদাতা রুনি পেলেন ‘গোল্ডেন বুট’ ছবি: সংগৃহীত

ঢাকা: ওয়েম্বলির মাঠে একই সঙ্গে দেখা গেল ইংল্যান্ড ফুটবল দলের সর্বোচ্চ দুই গোলদাতাকে। অবশ্য একজন সাবেক কিংবদন্তি হলেও অন্যজন বর্তমান দলের অধিনায়ক ওয়েন রুনি।

সম্প্রতি কিংবদন্তি স্যার ববি শার্লটনকে টপকে ইংলিশদের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন রুনি।

ইউরো বাছাই পর্বের ম্যাচে এদিন এস্তোনিয়ার বিপক্ষে মাঠে নামে স্বাগতিক ইংল্যান্ড। এ ম্যাচে ইনজুরির কারণে মাঠে ছিলেন না রুনি। তবে সর্বোচ্চ গোলদাতা হয়ে রেকর্ড গড়ায় এদিন ‘গোল্ডেন বুট’ পুরস্কার নিতে আসেন এই স্ট্রাইকার। আর খেলা শুরু হওয়া আগে ২৯ বছরের এ তারকার হাতে গোল্ডেন বুটের পুরস্কারটি তুলে দেন শার্লটন।

গোল্ডেন বুটের এই জুতোটিতে ২৪ ক্যারেটের স্বর্ণ দেওয়া হয়েছে। পরে রুনি ওয়েম্বলির মাঠে থাকা ৭৫ হাজার ৪২৭ জন দর্শককে এই অ্যাওয়ার্ডটি প্রদক্ষিন করে দেখান।

এস্তোনিয়ার বিপক্ষে এদিন ইংলিশরা ২-০ গোলে জয় পায়। এই জয়ের ফলে দলটি নয় ম্যাচের সবকটি জিতে শীর্ষেই রয়েছে। এর আগে সুইজারল্যান্ডের বিপক্ষে পেনাল্টি থেকে দুটি গোল করে ৫০ গোলের মালিক হন ম্যানচেস্টার ইউনাইটেডের অধিনায়ক রুনি। আর সে ম্যাচেই ১৯৬৬ বিশ্বকাপ জয়ী তারকা শার্লটনের করা সর্বোচ্চ ৪৯টি গোলের রেকর্ড ভাঙেন রুনি।

বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, ১০ অক্টোবর, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।