ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

জর্জিয়াকে হারিয়ে শীর্ষে জার্মানি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১২ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৫
জর্জিয়াকে হারিয়ে শীর্ষে জার্মানি ফাইল ফটো

ঢাকা: ইউরো কাপ বাছাইপর্বের ম্যাচে জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। থমাস মুলার আর ম্যাক্স ক্রুসের গোলে জর্জিয়াকে ২-১ গোলের ব্যবধানে হারিয়েছে জোয়াকিম লো’র শিষ্যরা।

জর্জিয়ার হয়ে একমাত্র গোলটি করেন জাবা কানকাভা।

এ জয়ের ফলে ‘ডি’ গ্রুপে থাকা জার্মানরা ১০ ম্যাচে সর্বোচ্চ ২২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে। সমান ম্যাচে এক পয়েন্ট কম নিয়ে টেবিলের দুইয়ে পোল্যান্ড।

জার্মানির হয়ে এ ম্যাচে মাঠে নামেন ম্যানুয়েল ন্যুয়ের, জিনটার, বোয়েতাং, হ্যামেলস, হেক্টর, গুনডোগান, ম্যাক্স ক্রুস, থমাস মুলার, মেসুত ওজিল, আন্দ্রে শ্যুরল, মার্কো রিউস, ম্যাক্স ক্রুস এবং করিম বেল্লারাবি।

প্রথমার্ধে কোনো গোল না পেলেও ম্যাচের ৫০ মিনিটে লিড নেয় জার্মানি। পেনাল্টির সুযোগকে কাজে লাগিয়ে গোল করেন থমাস মুলার। তবে, সমতায় ফিরতে বেশি সময় লাগেনি জর্জিয়ার। ২৫ গজ দূর থেকে গোল করেন কানকাভা।

৭৯ মিনিটের মাথায় দ্বিতীয়বার লিড নেয় জার্মানি। বিশ্বচ্যাম্পিয়নদের এগিয়ে নেন ম্যাক্স ক্রুস। আর্সেনাল তারকা মেসুত ওজিলের অ্যাসিস্ট থেকে গোলটি করেন ক্রুস।

ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল না হলে ২-১ গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে জোয়াকিম লো’র ছাত্ররা।

বাংলাদেশ সময়: ০৯১০ ঘণ্টা, ১২ অক্টোবর ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।